ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্প-মোদি ফোনালাপ, স্থান পেল কাশ্মীর ইস্যু

প্রকাশিত: ১২:৪২, ২০ আগস্ট ২০১৯

 ট্রাম্প-মোদি ফোনালাপ, স্থান পেল কাশ্মীর ইস্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর প্রথমবারের মতো টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কয়েকদিনের মাথায় কথা বললেন মোদি। ৩০ মিনিট দীর্ঘ এ আলোচনায় কাশ্মীরসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় স্থান পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। খবর এনডিটিভির। ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীর উপত্যকায় ভারতের সিদ্ধান্তের পর পাকিস্তানের ভূমিকা নিয়ে কথা বলেছেন ট্রাম্প-মোদি। এছাড়া ভারত-মার্কিন বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ও স্থান পেয়েছে তাদের আলোচনায়। বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় মোদি ট্রাম্পকে বলেছেন, এই অঞ্চলের কিছু নেতার কার্যকলাপ ও বক্তব্য ভারতবিরোধী, যা শান্তি বজায় রাখার সহায়ক নয়। নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে সহিংসতা ও সীমান্ত সন্ত্রাস বন্ধে আপোসহীনতার কথা জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইমরান খানের বৈঠকের এক মাসের মাথায় শুক্রবার ফোনে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই নেতা। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলে এক বিবৃতিতে বলেন, দ্বিপাক্ষিক সংলাপের মাধ্যমে জম্মু-কাশ্মীরকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা হ্রাসের ওপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ফোনালাপে দুই নেতা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক আরও বাড়িয়ে তোলার উপায় নিয়ে আলোচনা করেন।
×