ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাদের রাজনীতির দুর্গন্ধ বিদেশেও ছড়াবে

প্রকাশিত: ১২:৪০, ২০ আগস্ট ২০১৯

 তাদের রাজনীতির দুর্গন্ধ বিদেশেও ছড়াবে

বিশেষ প্রতিনিধি ॥ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিদেশের মাটিতে যদি বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি তোলে তবে তাদের রাজনীতির দুর্গন্ধ বিদেশেও ছড়াবে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত দুর্নীতির দায়ে বেগম জিয়াকে সাজা দিয়েছে। তিনি কিভাবে এতিমদের অর্থ আত্মসাত করেছেন তা দেশবাসী জানে। এখন যদি তারা ইস্যুটিকে আন্তর্জাতিক মহলে নিয়ে যান, তবে বিশ্ববাসীও তা জানবে। নিম্ন আদালত দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছিল। রায়ের পর বিএনপি উচ্চ আদালতে আপীল করলে আদালত তার সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছরের কারাদন্ড দেয়। এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের সভাপতিত্বে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠকে সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কমিটির সদস্য সুভাষ সিংহ রায়, কাশেম হুমায়ুন, তারিক সুজাত, এনামুল হক খসরু প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি মহাসচিবের ‘আওয়ামী লীগ চামড়াশিল্প ধ্বংস করে দিতে চায়’ এমন মন্তব্যের প্রতি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, চামড়াশিল্প নিয়েও বিএনপির অপরাজনীতি সফল হয়নি। বর্তমান সরকারের আমলে চামড়া রফতানি ৪০০ মিলিয়ন ডলার থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বিএনপি চেয়েছিল এটা নিয়ে অপরাজনীতি করতে। কিন্তু তারা সফল হয়নি। আর সিন্ডিকেটের বিষয়টি পূর্ণ তদন্তে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। সরকার বিষয়টি তদন্ত করছে। এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
×