ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন দিনের সফরে জয়শঙ্কর ঢাকায়

প্রকাশিত: ১২:৩১, ২০ আগস্ট ২০১৯

তিন দিনের সফরে জয়শঙ্কর ঢাকায়

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে সোমবার রাতে ঢাকায় এসেছেন। তিন মাস আগে নরেন্দ্র মোদির নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জয়শঙ্করকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। খবর বিডিনিউজের। নয়াদিল্লী থেকে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় রওনা হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই সফরের কার্যক্রম শুরু করবেন জয়শঙ্কর। ধানমণ্ডি থেকে তিনি যাবেন রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায়। সেখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হবে। আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনেও আসবেন মোমেন ও জয়শঙ্কর। গত ৫ জুন তাজিকিস্তানে অনুষ্ঠিত এশিয়ায় যোগাযোগ বৃদ্ধি ও পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন মোমেন ও জয়শঙ্কর। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক ‘সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে’ বলে অনেকেই মনে করেন। গত ১০ বছরে দুই দেশের মধ্যে শ’ খানেক চুক্তি হয়েছে, এর মধ্যে গত তিন বছরেই সই হয়েছে ৬৮টি চুক্তি। ছিটমহল আর সমুদ্রসীমা নিয়েও দুই দেশ সমাধানে পৌঁছাতে পেরেছে। তবে তিস্তার পানির বণ্টন এখনও ঝুলে রয়েছে।
×