ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোঃ আনোয়ার হোসেন;###;বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন);###;সহকারী শিক্ষক

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ গণিত

প্রকাশিত: ১২:০৭, ২০ আগস্ট ২০১৯

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি  বিষয় ॥ গণিত

দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আদমদীঘি, বগুড়া চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী ১। চার প্রক্রিয়াগুলো কি কি? উত্তর : যোগ, বিয়োগ, গুন ও ভাগ। ২। কোন বন্ধনীর কাজ আগে করতে হয়? উত্তর :প্রথম বন্ধনীর। ৩। শেষে কোন বন্ধনীর কাজ করতে হয়? উত্তর : তৃতীয় বন্ধনীর। ৪। ২ ডজন কলার দাম ৪৮০ টাকা হলে ১ টি কলার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ কোনটি? উত্তর : ৪৮০ / (১২X২)| ৫। সরল অঙ্কে বন্ধনীর আগে যেখানে কোন চিহ্ন থাকে না সেখানে কোন চিহ্ন ব্যবহার করা হয়? উত্তর : X (ক্রস চিহ্ন) ৬। ৫-(৫৫+১০) / ১৩ এর মান কত? উত্তর: ১৪। ৭। একটি সংখ্যার তিনগুণ ৩০ হলে সংখ্যাটি কত? উত্তর: ১০। ৮। বন্ধনীযুক্ত গাণিতিক বাক্যে কোনটির কাজ আগে করতে হয়? উত্তর : বন্ধনীর ভিতরের। ৯। পিতার বয়স পূত্রের বয়সের চারগুণ। পূত্রের বয়স ১২ বছর হলে পিতার বয়স কত? উত্তর : ৪৮ বছর। ১০। ৫-(৫৫+১০) ১৩ এর সরল মান কত? উত্তর : ০। ১১। ঐকিক নিয়ম কাকে বলে? উত্তর : প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। ১২। ৬ টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম কত? উত্তর : ৪ টাকা। ১৩। পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের চারগুণ। তাদের প্রত্যেকের বয়স কত? উত্তর : কন্যার বয়স ১৬ বছর ও পিতার বয়স ৬৪ বছর। ১৪। ৮টি ডিমের দাম ৭২ টাকা।এরূপ ১৫ টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন ? উত্তর : ১৩৫ টাকা। ১৫। একটি সংখ্যার ৪ গুন ২৫৬ হলে সংখ্যাটি কত? উ: ৬৪। ১৬। ৪ টি কলমের মূল্য ৮০ টাকা।১০টি কলমের মূল্য কত? উত্তর : ২০০ টাকা। ১৭। মিনা ৪ মিনিটে ২০০ মিটার হাটে। আধা ঘন্টায় সে কত মিটার হাটতে পারবে? উত্তর: ১৫০০ মিটার। ১৮। বিয়োজন ১০০০০০ এবং বিয়োজ্য ৯৯৯৯৯ হলে বিয়োগফল কত? উত্তর : ১।
×