ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাগরে ট্রলারডুবি ॥ এক জেলের মৃত্যু

প্রকাশিত: ১১:৪৮, ২০ আগস্ট ২০১৯

 সাগরে ট্রলারডুবি ॥ এক জেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ বঙ্গোপসাগরে ৫ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাপস মন্ডল (২৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর থেকে ৫ কিলোমিটার দক্ষিণের শীপচরের কাছাকাছি এ ঘটনা ঘটে। নিহত তাপস মন্ডল গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের ট্রলার মালিক তরুণী মন্ডলের ছেলে। উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরমোন্তাজের হিন্দু গ্রামের বাসিন্দা ও জেলে মিলন দাশ বলেন, দুপুরে শীপচর এলাকায় ঢেউয়ের কবলে পড়ে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের তরুণী মন্ডলের মালিকানাধীন একটি ট্রলার ৫ মাঝিমাল্লা নিয়ে ডুবে যায়। ট্রলারটি ইলিশ মাছ ধরা শেষে সাগর থেকে ফিরছিল। পথিমধ্যে এ ঘটনা ঘটে। পরে অন্য ট্রলারের সাহায্যে ওই ট্রলারের বাকি ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। আর আরেক জেলে তাপস ম-লের মৃতদেহ উদ্ধার করা হয়।
×