ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে স্বাধীনতার স্মৃতি অম্লান ভাংচুরে প্রতিবাদ

প্রকাশিত: ১১:৪৫, ২০ আগস্ট ২০১৯

 সৈয়দপুরে স্বাধীনতার  স্মৃতি অম্লান ভাংচুরে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার সৈয়দপুর উপজেলা শহরের জিআরপি মোড়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থাপিত স্বাধীনতা স্মৃতি অম্লানের সম্মুখভাগ রাতের আঁধারে ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ফুঁসে উঠেছে স্বাধীনতার পক্ষের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ, প্রজন্ম ’৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। তাদের যৌথ আয়োজনে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। সোমবার বেলা ১১টা হতে ঘণ্টাব্যাপী স্বাধীনতার স্মৃতি অম্লান চত্ব¡রে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা। ওই কর্মসূচীতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক, প্রজন্ম ’৭১- এর সাধারণ সম্পাদক মহসিনুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন, জোবায়দুর রহমান শাহিন, রাশেদুজ্জামান রাশেদ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবীর মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে স্মৃতি অম্লান সৌধটি ভাংচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
×