ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে হাওয়ার ট্যাঙ্ক বিস্ফোরণে আহত তিন

প্রকাশিত: ১১:৪৪, ২০ আগস্ট ২০১৯

 সীতাকুন্ডে হাওয়ার  ট্যাঙ্ক বিস্ফোরণে  আহত তিন

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড চট্টগ্রাম, ১৯ আগস্ট ॥ সীতাকুন্ডে গাড়িতে বাতাস দেয়ার হাওয়ার ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই ঘটনায় হাওয়ার ট্যাঙ্কর দোকানের মালিক মাহফুজসহ তিনজন আহত হয়েছে। এ সময় ট্যাঙ্ক বিস্ফোরণের কারণে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নসহ পাশে থাকা একটি লরি কেবিন উঠে যায়। সোমবার দুপুরে উপজেলার সোনাইছড়ি শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় মহাসড়কের পূর্বপাশে এ ঘটনা ঘটে। তবে আহত দোকানদার মাহফুজ ও বাকি দুই আহতের নাম ঠিকানা জানা যায়নি। জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার চৌধুরীঘাটা মহাসড়কের পূর্বপাশে ঢাকামুখী একটি গাড়ির চাকায় হাওয়ার ট্যাঙ্ক থেকে বাতাস দিচ্ছিল দোকানদার মাহফুজ। এ সময় বিকট শব্দে হাওয়ার ট্যাঙ্ক বিস্ফোরণ হয়ে প্রায় একশত ফুট উপরে উঠে বিদ্যুতের এগারো হাজার ভোল্টের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে তার ছিঁড়ে মাটিতে পড়ে এবং হাওয়ার ট্যাঙ্ক দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরি (কন্টেনার) গাড়ির কেবিন চূর্ণ-বিচূর্ণ করে ফেলে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
×