ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাধবপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন

প্রকাশিত: ১১:৪২, ২০ আগস্ট ২০১৯

 মাধবপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১৯ আগস্ট ॥ মাধবপুরে মারপিটের কবল থেকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে সুজিত রেলি(৪৮) নামে এক বাবা খুন হয়েছেন। তিনি উপজেলার নয়াপাড়া চা বাগানের মৃত টুরু রেলির ছেলে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সুজিতের পুত্রবধূ সুষমা রেলি জানান, সুজিতের ভাই বুদু রেলি সোমবার সকালে পারিবারিক বিষয় নিয়ে সুজিতের মেয়েদের গালিগালাজের এক পর্যায় মারতে উদ্যত হয়। এ সময় সুজিত রেলি ও তার ছেলে ধনু রেলি বাধা দিলে এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। ঘটনার এক পর্যায়ে বদু রেলির পক্ষ নিয়ে তার চাচাত ভাই হেলাল রেলি ও সেলিম রেলি অতর্কিতভাবে সুজিত রেলির বাড়িতে আক্রমণ চালিয়ে সুজিত রেলি ও তার ছেলে ধনু রেলিকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন সুজিত রেলি ও ধনু রেলিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত রেলিকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে যুবক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল রানা (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সোহেল রানা জামিরা দক্ষিণপাড়া এলাকার আনসার আলীর ছেলে। রবিবার রাতে উপজেলার জামিরা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, রবিবার দুপুরে ধানের বীজ কেনাবেচাকে কেন্দ্র করে স্থানীয় সাইফুল ইসলামের সঙ্গে সোহেল রানার বাগবিতন্ডা হয়। এর জের ধরে রাতে জামিরা গ্রামের দক্ষিণপাড়ার আখ সেন্টারের কাছে সোহেল রানাকে একা পেয়ে সাইফুল ইসলাম ও তার লোকজন তাকে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় সোহেল রানার চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুরে ছাত্রের লাশ উদ্ধার সংবাদদাতা লালপুর, নাটোর থেকে জানান, নাটোরের লালপুর পদ্মা নদী থেকে হারুন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল । সোমবার দুপুরে উপজেলার মোরকয়া এলাকায় পদ্মা নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়। সে মোহরকয়া গ্রামের জাকারিয়া হোসেনের পুত্র। হারুন ঢাকার এক মাদ্রাসার ছাত্র ছিল। সান্তাহারে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, মামলার তারিখ জানতে বগুড়ার আদালতে গিয়ে আর বাড়িতে ফিরতে পারল না হাজী কায়সার আলী মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ। সোমবার দুপুরে সান্তাহার শহর সংলগ্ন কায়েতপাড়া গ্রামের সামনে মিটারগেজ রেললাইনের ঢাল থেকে তার লাশ উদ্ধার করেছে বগুড়া রেলওয়ে ফাঁড়ি পুলিশ। নিহত হাজী কায়সার আলী উপজেলার ছোট আখিড়া গ্রামের মৃত ইলিম উদ্দিন মন্ডলের ছেলে। জানা গেছে, মৃত হাজী কায়সার আলীর সঙ্গে ভাতিজা আবু বক্কর সিদ্দিকের জমিসংক্রান্ত একাধিক মামলা চলছে। হবিগঞ্জে নারী নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, ভাটি উপজেলা আজমিরীগঞ্জের কুশিয়ারা শাখা নদীর ধান গাঙ্গ হাওড় থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর পৌনে ২ টার দিকে পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানান, এই মৃতদেহ কার তা এখনও শনাক্ত করা সম্ভব না হলেও লাশের কোমরে মাটিভর্তি বস্তা বাঁধা ছিল। ফলে এটি হত্যাকা-ই যে তাতে কোন সন্দেহ নেই। নওগাঁয় এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মান্দায় তহির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামের একটি নার্সারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, চককুসুম্বা গ্রামের আফজাল হোসেন এদিন সকালে মাঠে কাজ করতে যাবার সময় রাকিবের নার্সারি পাহারা দেয়ার ঘরের মাচার ধারে তহির উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে সংবাদ দেয়া হয়।
×