ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোর সরকারী কলেজে শিক্ষক সঙ্কট

প্রকাশিত: ১১:৪১, ২০ আগস্ট ২০১৯

 যশোর সরকারী  কলেজে শিক্ষক  সঙ্কট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সরকারী বাণিজ্য মহাবিদ্যালয়ের নাম বদলে যশোর সরকারী কলেজ হয়েছে ৪ বছর। এর মধ্যে কলেজটি ঢাকা বোর্ড থেকে বেরিয়ে যুক্ত হয়েছে যশোর শিক্ষা বোর্ডে। বাণিজ্য বিষয় ছাড়াও শিক্ষাক্রমে যুক্ত হয়েছে বিজ্ঞান ও মানবিক। শিক্ষাদানে কলেবর বাড়লেও প্রতিষ্ঠানটির জনবল কাঠামোতে হয়নি কোন পরিবর্তন। যার কারণে শিক্ষক সঙ্কটে সঠিক পাঠগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ফলে ব্যবস্থাপনার শিক্ষক নেন আইসিটির ক্লাস। প্রাণিবিদ্যার শিক্ষক দিয়ে ভূগোলের ক্লাস, বাংলার শিক্ষক দিয়ে কৃষি শিক্ষার ক্লাস নেয়া হচ্ছে। কলেজ সূত্র জানায়, বর্তমান যশোর সরকারী কলেজ ২০১৫ সালের পূর্ব পর্যন্ত ছিল সরকারী বাণিজ্য মহাবিদ্যালয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কলেজটি পরিচালিত হতো। ওই সময় শুধু কমার্স শাখায় শিক্ষার্থীদের পাঠ দান করা হতো। ২০১৬ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে কলেজের নাম পরিবর্তন করে দেয়া হয়েছে যশোর সরকারী কলেজ। অন্তর্ভুক্ত করা হয়েছে যশোর শিক্ষা বোর্ডের অধীনে। এখন একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখায় শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। চার বছর আগে কলেজের নাম পরিবর্তনের পরও একাডেমি চলছে পূর্বের অবস্থায়। পূর্বে শিক্ষকের মাত্র ৮টি পদ ছিল। বর্তমানে সেই ৮টি পদের বিপরীতে সংযুক্ত শিক্ষকসহ কর্মরত রয়েছে ১৬ জন। কলেজে শিক্ষার্থীদের ভালভাবে পাঠদানের লক্ষ্যে ৪৫টি পদের সৃষ্টি ও শিক্ষক পদায়ন করানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়। সে আবেদন এখনও কার্যকর হয়নি । এ কারণে শিক্ষক সঙ্কট থাকায় ব্যবস্থাপনার শিক্ষক নেন আইসিটির ক্লাস। প্রাণিবিদ্যার শিক্ষক দিয়ে ভূগোলের ক্লাস, বাংলার শিক্ষক দিয়ে কৃষিশিক্ষার ক্লাস নেয়ানো হয় বলে একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ-উদ-দ্দৌলা জানান, শিক্ষক সঙ্কটের কারণে শিক্ষার্থীদের পাঠদানের সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ের পাঠদান করানো হয়। একই কারণে বাইরের কলেজ থেকে শিক্ষক এনে নেয়া হয় ব্যবহারিক পরীক্ষা। কক্ষ সঙ্কটে কলেজে ছাত্র কমন রুম, ক্যান্টিন করা হয়নি। সরকারীভাবে কলেজে দশতলা ভবন নির্মাণের বিষয় প্রস্তাবনায় রয়েছে। ভবন নির্মাণ হলে ছাত্র কমন রুম, ক্যান্টিন করা হবে।
×