ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনীতে অসহায় রোগীদের জন্য এ্যাম্বুলেন্স প্রদান

প্রকাশিত: ১১:৪০, ২০ আগস্ট ২০১৯

 ফেনীতে অসহায়  রোগীদের জন্য  এ্যাম্বুলেন্স  প্রদান

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৯ আগস্ট ॥ অসহায় রোগীদের জরুরীভাবে বহনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন সহায়কে এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। সম্প্রতি ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে এ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন ঢাকার শমরিতা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও ফেনীর ফাজিলপুরের নুর নাহার মণি দাতব্য চিকিৎসালয় ও চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক এ বি এম হারুন। মাজেদা খানম স্মৃতিবাহী এ্যাম্বুলেন্সখানা সার্বিক তত্ত্বাবধান করবে দাতা প্রতিষ্ঠান ও পরিচালনা করবে সহায় নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। আরও বক্তব্য দেন সংসদ সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজমান, ডাঃ এ বি এম হারুন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি কম, সিভিল সার্জন নিয়াতুজ্জমান, ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিধান চন্দ্র সেনগুপ্ত, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
×