ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে উন্নয়নের বাঁধে বন্দী লক্ষাধিক বাসিন্দা

প্রকাশিত: ১১:৩৯, ২০ আগস্ট ২০১৯

 বরিশালে উন্নয়নের বাঁধে বন্দী  লক্ষাধিক বাসিন্দা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য ঠিকাদারের দেয়া বাঁধ কাজ শেষের ছয় মাস পরেও অপসারণ করা হয়নি। ফলে নোংরা ও পচা পানির জলাবদ্ধতায় পরিবেশ দূষণের কবলে পড়েছেন আগৈলঝাড়া উপজেলার তিনটি ইউনিয়নের কয়েক লাখ বাসিন্দা। জানা গেছে, বাঁধের কারণে নোংরা ও পচা পানির দূষণের আওতায় থাকা আগৈলঝাড়া উপজেলার উত্তরাঞ্চলের ইউনিয়ন রাজিহার, বাকালের অধিকাংশ এলাকা ও পূর্বাঞ্চলের গৈলা ইউনিয়নের সমগ্র খাল ও বিল এখন দেশীয় মাছ শূন্য। বাঁধের কারণে পানি চলাচল করতে না পারায় নোংরা ও দূষিত পানিতে চুলকানিসহ চর্ম ও পানিবাহিত রোগের আশঙ্কায় চাষীরা তাদের জমি পরিষ্কারের কাজ করতে পারছেন না। জানা গেছে, জানুয়ারি মাসে সড়ক ও কালভার্ট নির্মাণের জন্য রাজিহার ও গৈলা খালের মুখের বাঁধ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প বাস্তবায়ন ঠিকাদার এম খান গ্রুপের স্বত্বাধিকারী মাহফুজ খানের সাইট ম্যানেজার ফরহাদ হোসেন। ওই সময় ভরা সেচ মৌসুমে চাষীরা খালে বাঁধ দেয়ায় বিরোধিতা করে আসলেও উন্নয়ন কাজের স্বার্থে তা মেনে নেয়া হয়। উন্নয়ন কাজ শেষ হলেও গত ছয় মাসেও সেই বাঁধ অদ্যবধি অপসারণ করেনি ঠিকাদার। উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বাঁধের কারণে খাল ও বিলে পচা পানিতে জনগণের অসুবিধার কথা স্বীকার করে বলেন, ঠিকাদারের লোকজন তাকে জানিয়েছেন আগামী ১০-১৫ দিনের মধ্যে তারা বাঁধ অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করবেন।
×