ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিকরগাছা সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১১:৩৯, ২০ আগস্ট ২০১৯

 ঝিকরগাছা সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সদর উপজেলার ধর্মতলা থেকে ঝিকরগাছা কায়েমকোলা বাজার পর্যন্ত ২৮ কিলোমিটার রাস্তার মধ্যে ২১ কিলোমিটার পথচারীদের চলাচলে জন্য মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসী। রাস্তা সংস্কারের দাবিতে ধর্মতলার স’মিলের সামনে এলাকাবাসী সোমবার মানববন্ধন করেছে। পরে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসার সৈয়দ জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সদর উপজেলার ধর্মতলার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার জানান, রাস্তার মাঝে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা দিয়ে পরিবহন চলাচল করাতো দূরের কথা মানুষের পায়ে হেঁটে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় বাস চলাচল বন্ধ থাকছে। এলাকাবাসী জানান, ধর্মতলার রাস্তাটি দিয়ে ক্যান্টমেন্ট, ধর্মতলা, আরবপুর, দেয়াড়া, ছুটিপুর, কাশিমপুর এলাকার ৪ লাখ মানুষ যাতায়াত করেন। ওই রাস্তা দিয়ে ইজিবাইক, রিক্সা চলাচল করলে উল্টে যাত্রী আহত হচ্ছে। বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে থাকায় রাস্তার কোন জায়গায় গর্ত আর কোন জায়গায় ভাল সেটা বোঝার উপায় নেই। আরবপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান প্রমুখ।
×