ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছেলেধরা সন্দেহে আটক বৃদ্ধকে নিয়ে বিপাকে পুলিশ

প্রকাশিত: ১১:৩৯, ২০ আগস্ট ২০১৯

 ছেলেধরা সন্দেহে  আটক বৃদ্ধকে নিয়ে বিপাকে  পুলিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ছেলেধরা সন্দেহে স্থানীয় লোকজনের হাতে আটক এক মানসিক প্রতিবন্ধীকে থানায় নিয়ে এসে বিপাকে পড়েছে রাজশাহীর বাগমারা থানার পুলিশ। পরিচয় নিশ্চিত না হওয়ায় তাকে পরিবারের কাছে পাঠানো যাচ্ছে না। মানসিক প্রতিবন্ধী হওয়ায় কোন সেফহোমেও পাঠানো যাচ্ছে না। ২০ দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছে ওই ব্যক্তিকে। জানা যায়, গত ২৪ জুলাই রাতে উপজেলার দ্বীপনগর থেকে ৬৩ বছরের এক মানসিক প্রতিবন্ধীকে পুলিশ উদ্ধার করে। তিনি ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে স্থানীয় লোকজনের ছেলেধরা বলে সন্দেহ হয়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। একই সময়ে উপজেলার শিকদারী ও দেউলা থেকে আরও দুই মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করে পুলিশ। তাদেরও ছেলেধরা সন্দেহে লোকজন ধরে রেখেছিল। তাদের পুলিশ হেফাজতে রেখে পরিচয় উদ্ধার করার চেষ্টা করে। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়ার পর তাদের অভিভাবকদের কাছে ফিরে দেয়া হয়। তবে জটিলতার সৃষ্টি হয় দ্বীপনগর থেকে উদ্ধার করা ওই মানসিক প্রতিবন্ধীকে নিয়ে। বাগমারা থানা পুলিশ জানায়, এই মানসিক প্রতিবন্ধী নিজের কোন ঠিকানা বলতে পারছেন না। সব সময় অসংলগ্ন কথাবার্তা বলছেন ও চিৎকার করছেন। সিলেট অথবা কুমিল্লার আঞ্চলিক ভাষায় মাঝেমধ্যে কথাবার্তা বললেও নিশ্চিত হওয়া যাচ্ছে না তা কোন এলাকার ভাষা। তার পরিচয় নিশ্চিত না হওয়ায় থানাতেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে ২০ দিন ধরে। থানায় রেখে তার দেখভাল করতে হচ্ছে পুলিশকে। চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থাও করা হচ্ছে পুলিশের উদ্যোগে।
×