ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোটার তালিকায় রোহিঙ্গা ঠেকাতে মরিয়া প্রশাসন

প্রকাশিত: ১১:৩৮, ২০ আগস্ট ২০১৯

  ভোটার তালিকায়  রোহিঙ্গা ঠেকাতে  মরিয়া প্রশাসন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ভুলক্রমে বা প্রভাবিত হয়ে কোন রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে না পারে, এজন্য মরিয়া হয়ে কাজ করছে প্রশাসন। রবিবার থেকে রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ৫টি ইউনিয়নের শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে নিবন্ধন সার্ভার বন্ধ থাকার কারণে তথ্য উপাত্ত সংগ্রহে না থাকায় একজন ভোটারকেও রেজিস্ট্রেশন করতে পারছেনা তথ্য সংগ্রহকারীরা। বেশিরভাগ ভোটার নিবন্ধন অভাবে ভুগছেন। নিবন্ধনের অভাবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আশা এক প্রকার ছেড়ে দিয়েছে। উখিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে নিবন্ধন সার্ভার বন্ধ হয়ে গেছে। সার্ভার বন্ধ থাকায় ২৪ প্রকারের তথ্য উপাত্ত সম্বলিত শনাক্তকারী ভোটার হতে ইচ্ছুক স্থানীয়রা চরম বেকায়দায় পড়েছে। জন্মনিবন্ধন জট খোলার বিষয়ে তিনি স্থানীয় প্রশাসন ও উচ্চ পর্যায়ে বিভিন্ন দফতরে আলোচনাও করেছেন। কোন কাজ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যাতে রোহিঙ্গা অন্তর্ভুক্ত হতে না পারে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় সংখ্যক তথ্যাবলী সম্বলিত ফরম সরবরাহ করেছে নির্বাচন কমিশন।
×