ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরিচ্ছন্নতাকর্মীদের কান্ড

প্রকাশিত: ১১:৩৮, ২০ আগস্ট ২০১৯

 পরিচ্ছন্নতাকর্মীদের কান্ড

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ আগস্ট ॥ অতিরিক্ত টাকা না দেয়ায় কুয়াকাটা সৈকতের কাঁকড়া-মাছ ফ্রাই করার চারটি দোকানে ভাংচুর করা হয়েছে। তছনছ করা হয়েছে সকল আসবাবপত্র। কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ইউসুফের নেতৃত্বে এ ভাংচুরের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ। ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, সোমবার ভোরে এ ভাংচুরের ঘটনা ঘটে। তাদের অভিযোগ পরিচ্ছন্ন কর্মী ইউসুফ ও তার সহযোগীরা গত দুই বছর ধরে কাঁকড়া-মাছ ফ্রাই করার দোকানের বর্জ্য পরিচ্ছন্নের কাজ করে আসছিল। প্রথমে এদের দোকান প্রতি ৫০ টাকা। পরে বাড়িয়ে এক শ’ টাকা। এরপর আবার বাড়িয়ে ১৫০ টাকা করে দোকান প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে আসছিলেন দোকানিরা। কিন্তু আরও বেশি টাকা দাবি করছিল তারা।
×