ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই পক্ষের দ্বন্দ্বে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসা ব্যাহত

প্রকাশিত: ১১:৩৬, ২০ আগস্ট ২০১৯

  দুই পক্ষের দ্বন্দ্বে চন্দ্রঘোনা  খ্রীস্টিয়ান হাসপাতালে  চিকিৎসা ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ১৯ আগস্ট ॥ চন্দ্রঘোনায় অবস্থিত খ্রীস্টিয়ান হাসপাতালের প্রয়াত পরিচালকের স্মৃতির ওপর মিউজিয়াম প্রকল্পের পক্ষে-বিপক্ষের বিরোধের জের ধরে হাসপাতাল ক্যাম্পাসে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গাড়ি চুরিসহ প্রয়াতের স্মৃতিবিজড়িত মূল্যবান আসবাব ও অন্য সামগ্রী অপসারণ করে আত্মসাতের পাঁয়তারার অভিযোগ করছেন প্রয়াতের পরিবার। এ বিষয়ে কাপ্তাই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দুই পক্ষের দ্বন্দ্বে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, প্রয়াত ডাক্তার চৌধুরীর জীবদ্দশায় চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষা সাংস্কৃতিক সামাজিকসহ সর্বক্ষেত্রে অবদান রাখার কারণে তিনি এলাকার সর্বস্তরের মানুষের নিকট ছিলেন খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব। তার বাসভবনে মহান স্বাধীনতা সংগ্রামের পার্বত্য অঞ্চলের পরিকল্পনা তৈরি হয়। মুক্তিযুদ্ধের বহু কর্মকান্ডের সঙ্গে এই বাসভবন স্মৃতিজড়িত। এলাকার খ্রীস্টিয়ান সমাজসহ সর্বস্তরের মানুষ চায় বাসভবনটি যেন এই কৃর্তিমান পুরুষের স্মৃতি হিসেবে সংরক্ষিত হয় । প্রয়াত পরিবারের ডাক্তার এনজলা চৌধুরী বলেন, এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে মিউজিয়াম প্রকল্প বাস্তবায়নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তি সমন্বয়ে সিদ্ধান্তের ওপর ভিত্তি করে প্রয়াত পরিচালকের বাসভবনসহ প্রায় ৩০ শতাংশ এলাকায় প্রয়াত পরিচালক ডাক্তার এস এম চৌধুরীর মিউজিয়াম প্রকল্প গ্রহণ করা হয়। এখানে প্রয়াতের সমাধির পাশাপাশি তার পুত্র হাসপাতালের পরবর্তী পরিচালক প্রয়াত ডাক্তার মং স্টিফেন চৌধুরী ও স্ত্রী প্রয়াত প্রসুন চৌধুরীকে পরিকল্পিতভাবে সমাধিস্থ করা হয়। অভিযোগ পাওয়া যায়, মিউজিয়াম প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরুতে বর্তমান হাসপাতাল পরিচালনা কমিটি আপত্তি দিয়ে প্রকল্প বধাগ্রস্ত করে। তারা মিউজিয়াম প্রকল্পের সাইনবোর্ডের নিকটে সীমানা দেয়ালে হাসপাতাল পরিচালকের বাসভবন ফলক স্থাপন করে। এতে এলাকায় বিরোধ দেখা দেয়। দুই পক্ষের আধিপত্যের দ্বন্দ্বে হাসপাতালে আগত রোগীরা স্বাভাবিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রয়াত ডাক্তার এস এম চৌধুরীর পুত্রবধূ বিপাশা চৌধুরী জানান, বর্তমান হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার এসএম চৌধুরীর মূল্যবান সম্পদসহ বাসভবন আত্মসাতের পাঁয়তারা করছেন। ডাক্তার স্টিফেন চৌধুরীর একটি প্রাডো জাপানী জীপ চুরি করে নিয়েছে। এ বিষয়ে হাসপাতাল পরিচালক ডাক্তার প্রবীর খিয়াংয়ের বিরুদ্ধে গত ১৭ আগস্ট কাপ্তাই থানায় জিডি নং ৫৮৫ করা হয়েছে।
×