ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের যুব ফুটবলাররা এখন ভারতে

প্রকাশিত: ১১:০৩, ২০ আগস্ট ২০১৯

 বাংলাদেশের যুব ফুটবলাররা এখন ভারতে

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সোমবার ভারতের কলকাতার কল্যাণীতে পৌঁছেছে বাংলাদেশ অ-১৫ জাতীয় ফুটবল দল। বুধবার থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলাদের লড়াই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। লাল-সবুজদের শিরোপা ধরে রাখার মিশনটা শুরু হবে ২৩ আগস্ট ভুটানের বিপক্ষের ম্যাচ দিয়ে। দক্ষিণ এশিয়ার কিশোরদের ফুটবলের ৫ আসরের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর নেপালে বাংলাদেশ শিরোপা উদ্ধার করেছিল ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে। এ বছরের গোড়ার দিকে রাজধানীর বাড্ডার বেরাইদে ফর্টিজ গ্রুপের মাঠে যে একাডেমি চালু করেছে বাফুফে, সেখান থেকেই তৈরি করা হয়েছে সাফের দল। বাংলাদেশ ম্যাচগুলো খেলবে ২৩ আগস্ট ভুটান, ২৫ আগস্ট শ্রীলঙ্কা, ২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট স্বাগতিক ভারতের বিপক্ষে। গতবারের রানার্সআপ পাকিস্তান এবার খেলছে না এই টুর্নামেন্টে। ৫ দেশ অংশ নিচ্ছে বলে বদলে গেছে ফর্মেশনও। এবার দলগুলো খেলবে লীগ ভিত্তিতে। শীর্ষ দুই দল মুখোমুখি হবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
×