ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিবির সিদ্ধান্তে রাজি ফ্র্যাঞ্চাইজিরা, তবে...

প্রকাশিত: ১১:০১, ২০ আগস্ট ২০১৯

 বিসিবির সিদ্ধান্তে রাজি ফ্র্যাঞ্চাইজিরা, তবে...

স্পোর্টস রিপোর্টার ॥ একে একে ৬ আসর শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০’র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্ব ঘোষণা অনুসারে তাই চুক্তি শেষ হয়েছে ৭ ফ্র্যাঞ্চাইজির। এবার ৪ মৌসুমের জন্য নতুন করে চুক্তি করলেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলকে খেলাতে পারবে বিপিএলে। সোমবার ৩ ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের সঙ্গে তাই আলোচনায় বসে বিপিএল গবর্নিং কাউন্সিল। এরপর বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনান জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবির সিদ্ধান্ত মানতে রাজি আছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে জানা গেছে তারা বোর্ডের সিদ্ধান্ত মানতে অবশ্যই রাজি যদি নির্দিষ্ট নিয়ম নীতি স্বচ্ছ এবং স্থায়ী হয়। মাহবুব আনাম জানিয়েছেন সব দলের সঙ্গে চলতি মাসের মধ্যে আলোচনা শেষে নির্দিষ্ট নিয়ম সেপ্টেম্বরের মাঝামাঝি জানিয়ে দেবে বিপিএল গবর্নিং কাউন্সিল। এবার ৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের সপ্তম বিপিএল। এর আগেই কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দল গোছানো শুরু করে দেয়। কিন্তু গত ৪ আগস্ট সংবাদ সম্মেলন করে এসব দল বদল অবৈধ ঘোষণা করে বিপিএল গবর্নিং কাউন্সিল। কারণ, নতুন করে চুক্তি না হওয়ায় মূলত সপ্তম বিপিএলে কোন ফ্র্যাঞ্চাইজিগুলো খেলবে সেটাই নিশ্চিত হয়নি। সোমবার ঢাকা, রাজশাহী ও খুলনার সঙ্গে আলোচনার পর মাহবুব আনাম বলেন, ‘ঢাকা, খুলনা ও রাজশাহীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আগামী সাইকেলে (৪ মৌসুম) সম্পৃক্ত থাকতে সম্মত হয়েছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন মতামত দিয়েছে, তাদের কথা আমরা শুনেছি। বোর্ড যে সিদ্ধান্ত নেবে, তারা সব মেনে নেবে বলে জানিয়েছে। এই মাসের মধ্যে আলোচনা শেষ হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা নিয়মগুলো জানিয়ে দেব।’ গবর্নিং কাউন্সিল জানিয়েছে এবারও কমপক্ষে ৩ ভেন্যুতে বিপিএল হবে। তবে সম্পূর্ণ নতুন করেই প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গড়তে হবে বলে জানিয়ে দিয়েছেন তারা আরেকবার। আর সেই ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের মাঝামাঝি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো বোর্ডের নিয়ম মানতে রাজি হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে। এ বিষয়ে খুলনা টাইটান্সের পক্ষে কাজী ইনাম আহমেদ বলেন, ‘সামনের চার বছরটা কিভাবে সুন্দর করা যায় এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা চাই এই টুর্নামেন্টটা স্থায়ী হোক। বছরকে বছর দেখি অনেক মালিক পরিবর্তন হয়। আমরা চাই সেটা যাতে না হয়। নিয়মগুলো যেন প্রতিবছর না বদল হয়। আমাদের বোর্ড প্রেসিডেন্টও বলেছেন, ফ্র্যাঞ্চাইজিদের অনেক অনুরোধ রাখা হয়। সেটা যাতে না হয়। একবারেই আমাদের যেন স্বচ্ছ নিয়ম ও আইন যেন স্থায়ী হয়।’
×