ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী মাসে শ্রীলঙ্কা সফর বাংলাদেশ ‘এ’ দলের

‘এ’ দলের ভাবনায় বিজয়-সোহানরা

প্রকাশিত: ১১:০০, ২০ আগস্ট ২০১৯

 ‘এ’ দলের ভাবনায় বিজয়-সোহানরা

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র কিছুদিন আগেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে ছিলেন ওপেনার এনামুল হক বিজয়। কিন্তু খেলার সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। এরপরও দেশের মাটিতে আসন্ন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ঘোষিত ৩৫ জনের কন্ডিশনিং ক্যাম্পে তার নাম না থাকায় অনেকে বিস্মিত হয়েছিলেন। তবে প্রধান নির্বাচক সেই ব্যাখ্যা দিয়েছেন দৈনিক জনকণ্ঠের কাছে। আবার সেই শ্রীলঙ্কাতেই আগামী মাসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে যাবেন তিনি। নান্নু জানিয়েছেন, আগামী মাসে ‘এ’ দল, হাইপারফর্মেন্স দলের (এইচপি) ব্যস্ততা রয়েছে। সেজন্যই বিজয়সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে ক্যাম্পের বাইরে। সফরটা চূড়ান্ত হলেই বিজয়, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, আলআমিন হোসেন, ফজলে রাব্বিসহ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আলাদা ক্যাম্প হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) সঙ্গে সফরসূচী চূড়ান্তের বিষয়ে আলোচনা চলছে। তবে নান্নু জানিয়েছেন আগামী মাসের মাঝামাঝি এই সফরটা হবে। মাত্র কিছুদিন আগেই বাংলাদেশ ‘এ’ দল দেশের মাটিতে সফরকারী আফগানিস্তান ‘এ’ দলের কাছে লজ্জাজনক কিছু পরাজয়ের স্বাদ নিয়েছে। একই সময়ে বিসিবি একাদশ খেলতে গিয়েছিল ভারতে একটি চারদিনের টুর্নামেন্ট খেলতে। তাই দুটি দল গড়তে গিয়ে হিমশিম খেতে হয়েছে নির্বাচকদের। তখন নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, বিসিবি দলকে শক্তিশালী করতে গিয়ে ‘এ’ দল কিছুটা দুর্বল হয়ে গেছে। তাই এবার বুঝেশুনে পরিকল্পনামাফিক এগোচ্ছেন নির্বাচকরা। কারণ, আসন্ন সেপ্টেম্বরে আবারও তিনটি দল গড়তে হবে। জাতীয় দলের ব্যস্ততা থাকবে ঘরের মাঠে টেস্ট ও ত্রিদেশীয় টি২০ সিরিজে। সবমিলিয়ে প্রায় ৬০ ক্রিকেটারকে অন্তত হাতে রাখতে হবে। এ বিষয়ে নান্নু বলেন, ‘আমরা দেখেছি বিসিবি যখন ভারতে গিয়ে খেলেছে সেখানে কতটা মানসম্পন্ন ক্রিকেট হয়েছে। আপনারা হয়ত সেভাবে দেখার সুযোগ পাননি, কিন্তু আমাদের ম্যাচগুলোর ভিডিও দেখতে হয়েছে। সেখানে আমাদের তাই ভাল দল পাঠাতে হয়েছিল। সেখানে ভাল করা কঠিন ছিল। কিন্তু তারা বেশ ভাল পারফর্মেন্স দেখিয়েছে। ‘এ’ দল ভাল করতে পারেনি একই সময়ে দেশে। আগামী মাসে আমাদের ‘এ’ দল আর এইচপি দলের খেলা আছে। সেপ্টেম্বরের মাঝামাঝি (১৫ সেপ্টেম্বর) ‘এ’ দল শ্রীলঙ্কায় আর এইচপি দল (১৭ সেপ্টেম্বর) ভারত সফরে যাবে। তাই আমাদের সেভাবেই ভাবতে হবে।’ ‘এ’ দল ও এইচপির ভাবনা ভাবতে গিয়েই বেশকিছু ক্রিকেটার ক্যাম্পে নেই। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে থাকা বিজয়ও তাই কন্ডিশনিং ক্যাম্পে জায়গা পাননি। অর্থাৎ আপাতত জাতীয় দলের চিন্তাভাবনা থেকে আবার ছিটকে গেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান! কারণ নান্নু বলেন, ‘আমাদের এই ক্যাম্পটা শুধুমাত্র আসন্ন সিরিজ কেন্দ্রিক নয়। জাতীয় দলে যারা খেলছে এবং পরবর্তীতে খেলবে তারাই কিন্তু ক্যাম্পে ডাক পেয়েছে। এর পাশাপাশি আমাদের ‘এ’ দলসহ বিসিবির অন্য দলগুলোর কার্যক্রম নিয়ে ভাবতে হবে। সামনের মাসে আমাদের অনেক খেলা আছে। শুধু বিজয় কেন, ফজলে রাব্বি, নাঈম ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলআমিন হোসেন অনেকেই কিন্তু নেই। তারা ‘এ’ দলের হয়ে খেলবেন। আর সফরসূচী চূড়ান্ত হলে তাদের নিয়ে আলাদা ক্যাম্পও হবে। কাজেই এখানেই সবকিছু শেষ নয়।’ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম ‘এ’ দলের আসন্ন ক্রিকেট ব্যস্ততা নিয়ে বলেছেন, ‘আমরা এখনও এসএলসির সঙ্গে আলোচনা করছি, সফরসূচী চূড়ান্ত হলে এটা জানাতে পারব।’ তবে জানা গেছে দীর্ঘ পরিসরের ক্রিকেটই খেলবে শ্রীলঙ্কায় সফরকারী বাংলাদেশ ‘এ’ দল। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। নান্নু এ বিষয়ে বলেন, ‘টেস্টে যত ভাল খেলা যাবে বাকি ফরমেট তত ভাল খেলা যাবে। সেটা চিন্তা করে আমাদের ‘এ’ দলের জন্য দীর্ঘ পরিসরের ক্রিকেটের সূচী করা হয়েছে।
×