ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটির ১০ উপজেলায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ১০:০৪, ২০ আগস্ট ২০১৯

 রাঙ্গামাটির ১০ উপজেলায় নিরাপত্তা জোরদার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ আগস্ট ॥ জেলার রাজাস্থলী উপজেলার গাইন্দার পোখমুখ এলাকায় রবিবার সকালে সেনা টহলের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নাসিম (১৯) নামে এক সৈনিক নিহত এবং একেইস্থানে মাইন বিস্ফোরণের ঘটনা সরেজমিন তদন্তের জন্য সোমবার রাঙ্গামাটি রিজিয়ন থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এই ঘটনার পর রাঙ্গামাটির ১০ উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিশেষ বিশেষ স্থানে তল্লাশি করা হচ্ছে। ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির পর এই ধরনের ন্যক্কারজনক ঘটনা আর ঘটেনি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাটি মারমা লিবারেশন পার্টির নিয়ন্ত্রণে থাকায় সন্দেহের তীর তাদের দিকেই রয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
×