ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে বাড়ি ও প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ড

প্রকাশিত: ১০:০৩, ২০ আগস্ট ২০১৯

 গাজীপুরে বাড়ি ও প্লাস্টিক  কারখানায় অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে সোমবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনায় এক বাড়ির ১১ কক্ষ ও নগদ অর্থসহ প্রায় অর্ধ কোটি টাকার মাল পুড়ে গেছে। এছাড়া একইদিন অপর একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাম প্রসাদ পাল ও বাড়ির মালিকসহ স্থানীয়রা জানান, শ্রীপুর পৌর শহরে থানা ক্যাম্পাস ও শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশর্^বর্তী ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়িতে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকা-ের সূত্রাপাত হয়। আগুন পাশর্^বর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভাতে ব্যর্থ হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েক ব্যক্তির ঘরে থাকা নগদ টাকাসহ ওই বাড়ির ১২টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বাড়ির বেশিরভাগ কক্ষেই শ্রীপুর বাজার এলাকার ব্যবসায়ীরা ভাড়া থাকত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এদিকে, একইদিন বেলা ১১টার দিকে আনসার টেপিরবাড়ি এলাকার আইটিএল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানার ব্যবস্থাপক মোহরাব হাসান জানান, জেনারেটরের ওভারহিট (অতিরিক্ত উত্তাপ) থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডে প্লাস্টিক জাতীয় পণ্যের কাঁচামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে।
×