ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তরা রাস্তায় রাস্তায় ঘুরছেন

প্রকাশিত: ১০:০১, ২০ আগস্ট ২০১৯

 চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তরা রাস্তায় রাস্তায় ঘুরছেন

স্টাফ রিপোর্টার ॥ মাত্র ১১ দিনের সিজারিয়ান বাচ্চা আর অসুস্থ স্ত্রী ফাতেমাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন দিনমজুর বাবুল মিয়া (৩৩)। তার স্বপ্নের ঘর ও চলন্তিকাবস্তির শতাধিক ঘর দাউ দাউ করে জ্বলে তার চোখের সামনেই ছাই করে গেল। আগুনে তার ৮ বছরের সাজানো স্বপ্ন শেষ হয়ে গেছে। বাবুল মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুন আগুন চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি, চারদিকে আগুন। ৪ আর ৭ বছরের দুই সন্তান ও স্ত্রীর কোলের শিশুকে নিয়ে দৌড়ে বের হয়ে আসি। আমার সহায়-সম্বল সব গেছে, সন্তানদের মাথা গোঁজার ঠাঁই রইল না, ওদের কি খাওয়াব, কোথায় গিয়ে দাঁড়াব কিছু জানি না। সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলন্তিকা মোড়ে ঝিলপাড় বস্তিতে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। তাদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। সোমবারও চলন্তিকা বস্তির ছাইযের মধ্যে পোড়া ঘরের মেঝেতে জিনিসপত্র খুঁজছেন জালকাঠির নলছিটির শহীদ খলিফা। এ সময় স্থানীয় ইলিয়াস মোল্লা এমপিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ॥ রূপনগর ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে ঢাকা আহছানিয়া মিশন। রবিবার থেকে দু’টি মেডিক্যাল ক্যাম্প চালু করে এ সেবা দেয়া শুরু করেছে আহছানিয়া মিশন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মেয়রের আশ্বাসের প্রেক্ষিতেই ডিএনসিসি’র আওতাধীন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পরিচালিত প্রতিষ্ঠান ঢাকা আহছানিয়া মিশন দু’টি ফ্রি মেডিক্যাল ক্যাম্প চালু করেছে। রবিবার মেডিক্যাল ক্যাম্প দু’টি থেকে ৩৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়। ক্যাম্প দু’টি মিরপুরের সেকশন-৬, ব্লক-ই এর মিল্ক ভিটা রোডে (৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন বটতলায়) ও আরামবাগের ২ নম্বর রোডের শেষ প্রান্তে কাজ করছে। ক্যাম্প পরিচালনায় সার্বিক নির্দেশনা দিচ্ছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। এ ছাড়া স্থানীয় পর্যায়ে সহযোগিতা করছেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজ্জব হোসেন।
×