ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুদিনের কর্মসূচী

প্রকাশিত: ০৯:৪১, ২০ আগস্ট ২০১৯

 প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুদিনের কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুইদিনের কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। ১ সেপ্টেম্বর প্রথম দিন তারা রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা উপজেলায় শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে। পরের দিন কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হবে আলোচনা সভার। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা র‌্যালির কর্মসূচী দিয়েছে দলটি। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের যৌথসভা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ছয়টায় দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ। পরদিন আলোচনা সভা, র‌্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়াও তিনি জানান, এদিন দেশব্যাপী বিএনপির সব ইউনিট সকাল ছয়টায় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করবে। স্থানীয় সুবিধানুযায়ী দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো দিবসটি উপলক্ষে কর্মসূচী গ্রহণ করবে। তিনি বলেন, আমরা এই র‌্যালিকে শুধুমাত্র প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি হিসেবে দেখতে চাই না। গণতন্ত্রকে যে অবরুদ্ধ করা হয়েছে তার যে পুনরুদ্ধারের সংগ্রাম চলছে সেটাকেও সামনে আনতে চাই। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। বিষয়টাও সামনে আনতে চাই এবং তার মুক্তির সংগ্রামকেও সকলের কাছে নিয়ে আসতে চাই। এই দুইটি বিষয় হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য বিষয়।
×