ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নুসরাত হত্যা ॥ সাবেক ওসি কামালের সাক্ষ্য জেরা শেষ

প্রকাশিত: ০৯:৪১, ২০ আগস্ট ২০১৯

 নুসরাত হত্যা ॥ সাবেক ওসি কামালের সাক্ষ্য জেরা শেষ

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৯ আগস্ট ॥ বহুল আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যা মামলায় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহারের পর দায়িত্বপ্রাপ্ত সাবেক ওসি কামাল হোসেনের সাক্ষ্য প্রদান ও জেরা শেষ হয়েছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে সাক্ষ্য প্রদান করেন। কামাল হোসেনের সাক্ষ্য প্রদান শেষে আদালতে ১৬ জন আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। বিচার শুরুর ৩১ কার্যদিবসে ৮৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান ও জেরা শেষ হয়েছে। সারা দেশের মানুষ এ মামলার বিচার শেষে রায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বিষয়ে বাদীর আইনজীবীরা আশা করছেন আগামী এক/দেড় মাসের মধ্যে মামলার বিচার নিষ্পত্তি হতে পারে। বহুল আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যা মামলার ধার্য তারিখ সোমবার সকালে ফেনী কারাগার থেকে ১৬ জন আসামিকে আদালতে আনা হয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মামুনুর রশিদের আদালতে আসামিদের হাজির করা হয়। এ মামলার চার্জশীটে পিবিআই ৯২ জন সাক্ষীর নাম উল্লেখ করেছেন। সোমবার পর্যন্ত বিচার শুরুর ৩১ কার্যদিবসে ৮৭ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। রবিবার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরার কাজ শেষে আদালতের কাজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মূলতবি করেছিলেন বিচারক মামুনুর রশিদ। গত ৬ এপ্রিল সকালে সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত আলিমের আরবি পরীক্ষা প্রথমপত্র দিতে মাদ্রাসায় গেলে দুর্বৃত্তরা তাকে ডেকে কৌশলে মাদ্রাসার ছাদে নিয়ে যায়। পরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর গত ১০ এপ্রিল রাতে মারা যায়।
×