ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসপির সংবাদ সম্মেলনের তারিখ জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ০৯:৪০, ২০ আগস্ট ২০১৯

 এসপির সংবাদ সম্মেলনের তারিখ জানতে চেয়েছে  হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার আগেই আয়শা সিদ্দিকা মিন্নির দোষ স্বীকারের বিষয়ে বরগুনার পুলিশ সুপার (এসপি) কখন সংবাদ সম্মেলন করেছেন তা জানতে চেয়েছে হাইকোর্ট। ওই সংবাদ সম্মেলন নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সম্পূরক আবেদন দিতে বলেছে আদালত। আজ মঙ্গলবারের মধ্যে মিন্নির আইনজীবীদের এ আবেদন করতে বলা হয়েছে। এদিকে সংবাদপত্রের সাংবাদিক ও কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশের বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আজ মঙ্গলবার আদেশ দেবে আপীল বিভাগ। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। মিন্নির জামিন আবেদনের পরবর্তী শুনানি আজ মঙ্গলবার আবার শুরু হবে। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে জামিন আবেদনের শুনানি হয়। শুনানিতে আদালত মিন্নির আইনজীবী জেড আই খান পান্নার কাছে জানতে চান, পুলিশ সুপার যে সংবাদ সম্মেলন করেছিলেন সেটা আসামির (মিন্নি) স্বীকারোক্তি জবানবন্দীর আগে ছিল কিনা, কত তারিখে হয়েছিল? আইনজীবী তারিখ জানাতে না পারলে আদালত বলে, মঙ্গলবার এসব উল্লেখ করে সম্পূরক আবেদন নিয়ে আসুন। এদিন দুপুর ২টায় রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদেশ দেয়া হবে বলে জানায় আদালত। শুনানিতে আইনজীবী মিন্নিকে গ্রেফতার ও রিমান্ডের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, মিন্নিকে থানা বা জেলহাজতে রিমান্ডে না নিয়ে পুলিশ লাইনে নেয়া হয়েছিল। আদালত বলে, রিমান্ডের আগে না পরে পুলিশ লাইনে নিয়েছিল? আইনজীবী বলেন, পুলিশ লাইনেই। আদালত বলেছে, পুলিশ ফরওয়ার্ডিং তা বলছে না। এখানে সেটা নেই। এর আগে গত রবিবার মিন্নির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আবেদন করেন। গত ৮ আগস্ট বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ মিন্নির জামিন আবেদন ফেরত দেন। আদালত জামিন না দিয়ে রুল জারি করতে চাইলে আবেদনটি ফেরত নেন মিন্নির আইনজীবী। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর গত ৪ আগস্ট জামিন চেয়ে আবেদন করেন হাইকোর্টে। নবম ওয়েজ বোর্ড প্রজ্ঞাপন বিষয়ে আপীলের আদেশ আজ ॥ সংবাদপত্রের সাংবাদিক ও কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশের বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আজ মঙ্গলবার আদেশ দেবে আপীল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চ এ আদেশ প্রদান করেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ ও তার সঙ্গে ছিলেন আইনজীবী মোঃ ইউসুফ আলী। গত ৬ আগস্ট নবম ওয়েজ বোর্ডের সুপারিশ সংক্রান্ত গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। এতে ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপীল করে রাষ্ট্রপক্ষ।
×