ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুইটি অপমৃত্যু

ট্রেনের বগি থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:৪০, ২০ আগস্ট ২০১৯

ট্রেনের বগি থেকে তরুণীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ পৈশাচিক নির্যাতনে নিহত এক তরুণীর লাশ কমলাপুর থেকে উদ্ধার, ঢাকার স্বামীবাগে ছাদ থেকে পড়ে বিএএফ শাহীন স্কুল ও কলেজের এক ছাত্রের মৃত্যু এবং মিরপুরে বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ীর নিহত হবার ঘটনা ঘটেছে। সোমবার ঢাকার কমলাপুর রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগি থেকে আসমা (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার সকালে পঞ্চগড় থেকে ওই আসমা নিখোঁজ হয়েছিল। নিহত আসমা পঞ্চগড় সদর উপজেলার শীলপাড়ার রাজ্জাক মিয়ার মেয়ে। সে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে থাকত। ঢাকা রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, রেলস্টেশনের ওয়াস ফিল্ডের পরিত্যক্ত বলাকা ট্রেনের বগির বাথরুম থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, পৈশাচিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার আগে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে কিনা তা পরীক্ষার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আসমার চাচা মোঃ রাজুর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আসমা গ্রামের একটি মাদ্রাসায় পড়ত। গতবছর সে এসএসসি পরীক্ষা দিয়েছে। গ্রামের একটি ছেলের সঙ্গে তার প্রেম ছিল। আসমা নিখোঁজ হওয়ার পর থেকে ওই ছেলেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ হত্যাকা-ের সঙ্গে ওই ছেলে জড়িত থাকতে পারে। ওই ছেলেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে হয়ত আসমা হত্যার রহস্য জানা যাবে। এদিকে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে স্বামীবাগের করাতিটোলায় ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন রাফি (১৮) নামে বিএএফ শাহীন স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের চাচা জামাল সরদার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে সাংবাদিকদের জানান, রাফি পরিবারের সঙ্গে গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগের করাতিটোলার ২৪/৩ নম্বর চারতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকত। চার ভাই-বোনের মধ্যে রাফি ছিল দ্বিতীয়। সকালে রাফি দাঁত ব্রাশ করতে করতে ছাদে যায়। ছাদে চারদিকে কোন রেলিং ছিল না। মুখ থেকে পেস্টের ফেনা ফেলতে গেলে অসাবধানতাবশত রেলিং না থাকায় সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাব্বিরের পিতার নাম কামাল হোসেন। বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী গ্রামে। গেন্ডারিয়া থানার পুলিশ জনকণ্ঠকে জানায়, দাঁত ব্রাশ করার সময় পেস্টের ফেনা ফেলতে গেলে অসাবধানতাবশত ছাদের রেলিং না থাকায় নিচে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। তারপরেও প্রকৃত রহস্য জানতে ভবনের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পিতামাতার বকা ঝকার কারণে সাব্বির আত্মহত্যা করেছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওদিকে সোমবার ভোর পাঁচটার দিকে পল্লবী ১১ নম্বর ইসলামিয়া হাসপাতাল সংলগ্ন সড়কে বাসের ধাক্কায় মোঃ সাহিদ হোসাইন (৩৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ জানায়, সাহিদ মাছ কিনতে কাওরান বাজার যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বসুমতি পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা শামীম হোসেন জনকণ্ঠকে জানান, ঘাতক বাসটি জব্দ হয়েছে। নিহতের পিতার নাম আমিন হোসাইন। বাড়ি কালশী ১২ নম্বর সেকশনের পূর্ব কুর্মিটোলা ক্যাম্পে। নিহতের দরিদ্র পরিবারকে বাস মালিক পক্ষের তরফ থেকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। পুরো বিষয়টি আপোস মীমাংসার মাধ্যমে সমাধান করা হয়েছে।
×