ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সেলিম আল দীন স্মরণ

প্রকাশিত: ০৯:৩৫, ২০ আগস্ট ২০১৯

 বগুড়ায় সেলিম আল দীন স্মরণ

সংস্কৃতি ডেস্ক ॥ রবীন্দ্রোত্তর বাংলা নাটকের প্রবাদপ্রতিম নাট্যকার ড. সেলিম আল দীনের ৭০তম জয়ন্তী উপলক্ষে রবিবার সন্ধ্যা ৭টায় বগুড়া থিয়েটার কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণের নাট্যকারের জন্মতিথিতে সেলিম আল দীন পাঠশালার উদ্যোগে আয়োজিত বিশেষ ওই অনুষ্ঠানে সহযোগিতা করে বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার এবং শিশুতোষ সংগঠন লিটল থিয়েটার ও ভোর হলো। কর্মসূচীর অংশ হিসেবে সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও মোমবাতি প্রজ্বালন করা হয়। এর পর নাট্যাচার্য কে নিয়ে লেখা ড. আফসার আহমেদের নিবন্ধ পাঠ করেন নাট্যকর্মী কনক কুমার পাল অলক। বগুড়া থিয়েটারের সহ-সভাপতি এ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া থিয়েটারের অর্থ সম্পাদক জাকিউল ইসলাম সবুজ, নাট্যজন রুবল লোদী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল হোসেন, নাট্যকর্মী বিধান কৃষ্ণ রায়, কলেজ থিয়েটারের সমন্বয়ক আমজাদ হোসেন শোভন, সবুজ চন্দ্রবর্মণ, কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক ওসমান গণি, মোহায়মিনুল ইসলাম মাসুম, ওউদুদ ইসলাম, আশিক হোসেন প্রমুখ। এছাড়াও সেলিম আল দীনের নাটকের গান, কবিতা আর নাটকের অংশ বিশেষ পাঠের মাধ্যমে নাট্যাচার্য সেলিম আল দীন কে স্মরণ করা হয়।
×