ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবারের বিষয় বঙ্গবন্ধু ॥ আজ ‘নিসর্গ ও নক্ষত্র’

প্রকাশিত: ০৯:৩৫, ২০ আগস্ট ২০১৯

 এবারের বিষয় বঙ্গবন্ধু ॥ আজ ‘নিসর্গ ও নক্ষত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভিতে আজ বেলা ১-১৫ মিনিটে প্রচার হবে বিশ্বসাহিত্য বিষয়ক অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’। অনুষ্ঠানটি পরিকল্পনা-গ্রন্থনা-উপস্থাপনা করেছেন মারুফ রায়হান। প্রযোজনা করেছেন মোঃ এরশাদ হোসেন। শোকের মাসের পর্বটি বঙ্গবন্ধুকে কেন্দ্র করে সাজানো হয়েছে। চলতি বছরের আলোচিত উপন্যাস ‘আগস্ট আবছায়া’-র কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৫ আগস্টের শোকাবহ ঘটনা। লেখক মাসরুর আরেফিন উপন্যাসটি রচনার প্রেক্ষাপট, ঐতিহাসিক তথ্য-উপাত্ত সংগ্রহ, রচনাশৈলী এবং অন্য বিষয় নিয়ে বিস্তৃত আলাপচারিতায় অংশ নিয়েছেন। ভিন্ন ভাষাভাষী পাঠক সমাজে উপন্যাসটি পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ইতোমধ্যে এটির ইংরেজী অনুবাদের কাজও শুরু হয়েছে। আগস্ট আবছায়া উপন্যাসে বর্ণিত বত্রিশ নম্বরের সিঁড়িতে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ দেখার পর বেগম মুজিবের প্রতিক্রিয়া এবং পরবর্তী কিছু মুহূর্তের মর্মস্পর্শী বিবরণ থেকে পাঠ করা হয়েছে অনুষ্ঠানে। বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’ থেকেও রয়েছে পাঠ। এছাড়াও অনুষ্ঠানে খ্যাতিমান শিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও প্রাসঙ্গিক চিত্রকর্ম বিষয়ে আলোকপাত করেছেন শিল্পী নাজিব তারেক। প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে যাত্রা শুরু করা ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানটি বিটিভি ওয়ার্ল্ডে রাতের বেলা পুনঃপ্রচার হয়ে থাকে।
×