ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেরুজালেম নিয়ে ইসরাইলকে সতর্ক করল জর্দান

প্রকাশিত: ০৯:৩০, ২০ আগস্ট ২০১৯

  জেরুজালেম নিয়ে ইসরাইলকে সতর্ক করল জর্দান

জেরুজালেমের পবিত্র স্থানের স্থিতাবস্থা পরিবর্তনের বিরুদ্ধে ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছে জর্দান। মুসলিম ও ইহুদীদের কাছে পবিত্র বলে গণ্য জেরুজালেমের একটি স্থানের বিষয়ে স্থিতাবস্থা লঙ্ঘন করায় ইসরাইলের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় জর্দান। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার বলেন, জর্দানে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত আমির ওয়েইসব্রোডকে ডেকে পাঠিয়ে তার কাছে একটি সিদ্ধান্তমূলক চিঠি দেয়া হয়েছে। ওই চিঠিতে স্থানটির আইনগত ও ঐতিহাসিক মর্যাদা লঙ্ঘনে ইসরাইলের সকল চেষ্টা বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। ফক্স নিউজ। গত সপ্তাহে জেরুজালেমের পবিত্র স্থানে (আল-আকসা মসজিদ চত্বর) দাঙ্গা দেখা দেয়। ওই দাঙ্গায় ইসরাইলের চার পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন মুসলিম ও ইহুদী আহত হন। গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল এটি। মুসলিম ও ইহুদীদের ওই ছুটির দিনে সেখানে ইসরাইলের শত শত নাগরিক সেখানে বেড়াতে এলে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সাউন্ড গ্রেনেড থেকে বাঁচতে ফিলিস্তিনীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ইসরাইলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান একটি রেডিওকে বলেন, পবিত্র এই স্থানটিতে ইহুদীদের প্রার্থনার অনুমতি দিতে সরকারের কাজ করা উচিত। তার এ মন্তব্যের কয়েকদিন পর কূটনৈতিকভাবে এ প্রতিবাদ করা হলো। ইসরাইলের সংবাদপত্র হারেজে বলা হয়, এরদান বলেছেন, এই পরিবর্তন শক্তি দিয়ে নয়, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে হওয়া উচিত। এরদানের এই মন্তব্যের তীব্র নিন্দা জানায় জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জর্দান জানায়, এই পবিত্র স্থানটি শুধুমাত্র মুসলিমদের প্রার্থনার জন্য। জর্ডানের একটি ইসলামী ট্রাস্ট পাহাড়ের চূড়ায় অবস্থিত এই পবিত্র স্থানটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। ইহুদীদের এই স্থানটিতে যাওয়ার অনুমতি রয়েছে কিন্তু এখানে তাদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি রবিবার এ বিষয়ে একটি টুইটে তার ক্ষোভের কথা বলেন। উল্লেখ্য, সৌদি আরবের মক্কা ও মদিনার পর জেরুজালেমের এই আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে পবিত্রতম তৃতীয় স্থান। এটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৬৭ সালে ছয় দিনের এক যুদ্ধে এটি দখল করে নেয় ইসরাইল। পরে এটি একীভূত করে নেয় দখলদার এই দেশটি।
×