ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রবাসীদের বন্ডে বিনিয়োগে আইনী বাধা নেই

প্রকাশিত: ০৯:২৪, ১৯ আগস্ট ২০১৯

প্রবাসীদের বন্ডে  বিনিয়োগে আইনী বাধা নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রবাসীদের জন্য চালু করা বিভিন্ন বন্ডে বিনিয়োগ নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশী অবস্থানরত বাংলাদেশী নাগরিক অর্থাৎ প্রবাসী সকল রেমিটেন্স আহরণকারী ও প্রেরণকারী চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী নির্বিশেষে তাদের উপার্জিত অর্থের বিপরীতে যে কোন ধরণের বন্ডে বিনিয়োগ করতে পারবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠির প্রেক্ষিতে সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, প্রবাসী ব্যবসায়ীরা কিংবা প্রবাসে অবস্থানরত অন্য কোন পেশাজীবীগণ তাদের উপার্জিত অর্থের মাধ্যমে বাংলাদেশে ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে আইনগত কোন বাধা নেই।
×