ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসা সম্প্রসারণ করবে মেঘনা পেট্রোলিয়াম

প্রকাশিত: ০৯:২৩, ২০ আগস্ট ২০১৯

 ব্যবসা সম্প্রসারণ করবে  মেঘনা পেট্রোলিয়াম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম ব্যবসা সম্প্রসারণ করবে। এ জন্য কোম্পানিটি বিএম এনার্জি (বিডি) লিমিটেডের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, সোমবার কোম্পানি দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিএম এনার্জি (বিডি) এবং মেঘনা পেট্রোলিয়াম এর মধ্যে বিএম অটোগ্যাস (এলপিজি) স্টেশন সংক্রান্ত এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড চুক্তি অনুযায়ী বিএম এনার্জি (বিডি) লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি (অটোগ্যাস) ও রিফুয়েলিং তেল বিক্রি করবে। চুক্তি অনুসারে কোম্পানিটি প্রতি লিটার এলপি গ্যাস বিক্রির বিপরীতে ৫০ পয়সা পাবে। বিএম এনার্জি (বিডি) এর ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং মেঘনা পেট্রোলিয়াম এর ম্যানেজিং ডিরেক্টর মীর সাইফুল্লাহ-আল-খালেদ এ চুক্তিতে স্বাক্ষর করেন।
×