ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে নতুন ৪২ ডেঙ্গু রোগী সনাক্ত

প্রকাশিত: ০৩:৩০, ১৯ আগস্ট ২০১৯

যশোরে নতুন ৪২ ডেঙ্গু রোগী সনাক্ত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলা জুড়েই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টা জেলার ৮ উপজেলায় নতুন করে আরো ৪২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন। বাকীরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সবমিলিয়ে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১৯২ জন ডেঙ্গু রোগী। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় মোট ৬শ’৮৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪শ’ ৯৩ জন। আর বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন, ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮২ জন ও বেসরকারি হাসপাতালে ৩১ জন। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু জানিয়েছেন, তারা এ পর্যন্ত ৪শ’৪৪ জন রোগী পেয়েছেন। ইতিমধ্যে ৩শ’ ৬৫ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি ১৯ জন নিয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৯ জন। রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থাপনা ভালোভাবে চলছে, কোন ধরণের সংকট নেই। এছাড়া স্থানীয়ভাবে আক্রান্ত ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।
×