ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্ত্রীর বিনিময়ে ৭১ ভেড়া

প্রকাশিত: ১০:২৭, ১৯ আগস্ট ২০১৯

 স্ত্রীর বিনিময়ে ৭১ ভেড়া

ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরের চারপানি এলাকায় সালিশের মাধ্যমে ৭১ ভেড়ার বিনিময়ে নিজ স্ত্রীকে তার প্রেমিক উমেশের কাছে তুলে দিয়েছেন এক ব্যক্তি। শ্বশুরবাড়ি এলাকার যুবক উমেশের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সীমা পাল নামে এক বিবাহিতা তরুণীর। গত ২২ জুলাই স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান সীমা। হানিমুন সেরে পাকাপাকিভাবে উমেশের বাড়িতেই থাকতে শুরু করেন সীমা। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গোটা চারপানি গ্রামে। পরে ঘটনার সুবিচার চেয়ে পঞ্চায়েতে অভিযোগ জানান সীমার শ্বশুরবাড়ির লোকজন। বিষয়টি সমাধানের জন্য একটি সালিশী সভারও আয়োজন করা হয়। সেই সভায় ডাকা হয় সীমার শ্বশুরবাড়ি এবং তার প্রেমিক উমেশের পরিবারের লোকজনকেও। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান কি রায় দেন- তা নিয়ে ব্যাপক আগ্রহের জন্ম দেয়। অন্যদিকে কোন ভয়ানক রায়ের অপেক্ষায় প্রহর গোনেন সীমা-উমেশ। কিন্তু পঞ্চায়েত প্রধান সব শুনে যা রায় দিলেন তাতে সবাই হতবাক। পঞ্চায়েত প্রধান উমেশকে উদ্দেশ্য করে বলেন, সীমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে পাকাপাকিভাবে রাখা যাবে, তবে একটা শর্তে। সেই শর্তটা হলো- সীমাকে পেতে গেলে রাজেশকে ৭১ ভেড়া দিতে হবে। -ওয়েবসাইট
×