ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খন্দকার ইসমাইলের ‘ঈদের বাজনা বাজেরে’

প্রকাশিত: ০৯:৪৫, ১৯ আগস্ট ২০১৯

খন্দকার ইসমাইলের ‘ঈদের বাজনা বাজেরে’

সংস্কৃতি ডেস্ক ॥ খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় বর্ণাঢ্য আলোঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ‘ঈদের বাজনা বাজেরে’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম, গ্রন্থনা করেছেন সজল আমিন, প্রযোজনা করেছেন মুকাদ্দেম বাবু। ঈদ মানে সবার মাঝে আনন্দ বিলিয়ে দেয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। যুগে যুগে এই ঈদ উদযাপনে এসেছে নানা পরিবর্তন। ঈদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দের নাম। তাই বিনোদনের চাহিদা থাকে অনেক বেশি। দর্শকদের ব্যাপক বিনোদনের কথা চিন্তা করে সাজানো হয়েছে ‘ঈদের বাজনা বাজেরে’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সঙ্গীতশিল্পী ঐশি, কর্নিয়া ও রেশমি ও তাদের ব্যান্ড। বিশেষ প্যারোডি গান পরিবেশন করবেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কাজল। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক ও হাস্যরসাত্মক বিভিন্ন স্কিট দিয়ে সাজানো হয়েছে ঈদের বাজনা বাজেরে। এসব স্কিট এ অভিনয় করেছেন শফিক খান দিলু, মাহবুবুর রহমান টনি, জাহিদ শিকদার, আশরাফ কবির, নয়ন, লিটন খন্দকার, হায়দার আলী, নূরুন্নবী রাসেল, ড. চঞ্চল সৈকত, সুলতানা চৌধুরী, দ্বিপান্বিতা, তারিকুজ্জামান তপনসহ অনেকে। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রতি বছর প্রচার হয়ে আসছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’। এবারের অনুষ্ঠানটি আজ রাত ১০-৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
×