ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আহত স্মিথকে নিয়ে শঙ্কিত অসিরা

প্রকাশিত: ০৯:১৩, ১৯ আগস্ট ২০১৯

 আহত স্মিথকে নিয়ে শঙ্কিত অসিরা

স্পোর্টস রিপোর্টার ॥ জোফরা আর্চারের বাউন্সারে যখন গলায় আঘাত পেয়ে ক্রিজেই পড়ে গিয়েছিলেন অনেকেই ভীত, শঙ্কিত হয়ে পড়েছিলেন। স্টিভেন স্মিথ যখন মাঠ ছেড়েই চলে যান সেই ভীতিটা আরও বেড়ে যায়। কিন্তু ঐতিহাসিক লর্ডসে উপস্থিত ২৮ হাজার দর্শকের আশঙ্কা দূর করে দিয়েছিলেন খানিকক্ষণ পরেই ব্যাট হাতে নেমে। ৮০ রানে আহত হয়ে চলে যাওয়া স্মিথ ফিরে এসে ৯২ রান করে আউট হন। কিন্তু রবিবার সকালে তার মাথা ঝিমঝিম করছিল এবং ব্যথাও অনুভব করেছেন। তাই স্মিথ লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে আর না খেলার সিদ্ধান্ত নেন। আর শারীরিক এ সমস্যায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। সে জন্য নতুন নিয়ম অনুসারে চতুর্থ ইনিংসে ব্যাট করার জন্য স্মিথের বদলি হিসেবে মারনাস লাবুশ্যাংকে দলে নিতে আইসিসির কাছে আবেদন করে তারা। হেডিংলিতে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টেও অনিশ্চিত তিনি। লর্ডস টেস্টে অসিরা প্রথম ইনিংসে বিপর্যস্ত হয়ে পড়েছিল ইংলিশ পেসারদের গতির তোপে। কিন্তু স্মিথ ছিলেন ব্যতিক্রম। তিনি একাই সংগ্রাম চালিয়ে সেঞ্চুরির পথে এগোতে থাকেন। ম্যাচের চতুর্থদিন ইনিংসের ৭৭তম ওভারের প্রথম বলে পেসার আর্চারকে দারুণ একটি চার হাঁকিয়ে ৮০ রানে পৌঁছেন স্মিথ। পরের বলেই ঘটে বিপত্তি। আর্চারের গতিময় বাউন্সার ব্যাট দিয়ে ঠেকাতে যাননি, আবার শরীরটাকেও সরাতে পারেননি- সরাসরি বলটি আঘাত হানে স্মিথের গলায়। ক্রিজেই চিৎ হয়ে পড়ে থাকেন তিনি। সবাই ছুটে আসেন। পরে তাকে কিছুটা প্রাথমিক চিকিৎসা দিয়ে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। বিশ্রাম নিয়ে সুস্থবোধ করছিলেন, তাই আবার ব্যাটিংয়ে নামেন স্মিথ। পরে আরও ১২ রান করেন স্বচ্ছন্দেই। পরে আউট হয়ে যান। কিন্তু দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে নিয়ে দুঃশ্চিন্তা কমে গিয়েছিল অস্ট্রেলিয়ার। রবিবার সকালে শঙ্কাটা আবার ফিরে আসে স্মিথ শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করায়। মাথা ঝিমঝিমের পাশাপাশি ব্যথাও করছিল। সিএ এক বিবৃতিতে জানায়, ‘আগের রাতে মেডিক্যাল স্টাফরা স্টিভকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিল। রবিবার সকালে জানা গেল, ঘুমটা ভাল হলেও ওঠার পর থেকে একটু মাথা ব্যথার সঙ্গে ঝিমুনিও হচ্ছে।’ এরপর আরেকটি পরীক্ষায় স্মিথের মাথায় ওই আঘাতের প্রতিক্রিয়া ধরা পড়ে। সিএ আরও যোগ করেছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিসংখ্যানে দেখা গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে দেরিতে এমন প্রতিক্রিয়ার হার ৩০ শতাংশ। তাই ইনজুরির দিন স্বাস্থ্য পরীক্ষায় রিপোর্ট ভাল থাকলেও ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরে খারাপ কোন লক্ষণ দেখা যাওয়া অস্বাভাবিক নয়।’ তাই লর্ডস টেস্টে শেষদিন আর মাঠে দেখা যায়নি তাকে। এমনকি প্রয়োজন পড়লেও দ্বিতীয় ইনিংসে স্মিথ ব্যাট করবেন না বলে জানিয়ে দেয় সিএ।
×