ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে কৃষি খামার পরিদর্শনে মহাপরিচালক

প্রকাশিত: ০৮:৫৬, ১৯ আগস্ট ২০১৯

ঈশ্বরদীতে কৃষি খামার  পরিদর্শনে  মহাপরিচালক

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মা-মণি কৃষি খামারে উৎপাদিত জীবন্ত নিদর্শন শরিফা ফল এবং কৃষি ইন্ডাস্ট্রিয়াল পেঁপে বাদশার মতো কিছু মানুষ সৃষ্টি করতে পারলেই দেশের উন্নয়ন সহজ হবে বলে মন্তব্য করেছেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মীর নুরুল আলম। রবিবার সকালে ঈশ্বরদীর কৃষি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বাদশার ৬০ একর জমির ওপর গড়ে তোলা ৬২ জাতের উদ্যান, মসলা ও দানা জাতীয় ফসলের খামার পরিদর্শন করেন তিনি। রাষ্ট্রপতি পদকসহ একাধিক জাতীয় পদকপ্রাপ্ত শাজাহান আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পরিচালক আরশেদ আলী, অতিরিক্ত উপ-পরিচালক ড. এস এম হাসানুজ্জামান, হার্টিকালচারের উপ-পরিচালক কে জে এম আবুল আওয়াল ও ঈশ্বরদীর কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল লতিফ বক্তব্য দেন।
×