ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৮:৪৪, ১৯ আগস্ট ২০১৯

টুকরো খবর

দূষণের দায়ে পেপার মিল বন্ধের নির্দেশ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হালদা নদী দূষণের দায়ে একটি পেপার মিলের উৎপাদন সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। এটির নাম এশিয়ান পেপার মিলস। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সার্বক্ষণিকভাবে চালু না হওয়া পর্যন্ত এ কারখানা বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে হালদা নদী দূষণের অভিযোগের ওপর শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এ আদেশ দেন। কারখানা প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। অধিদফতর সূত্রে জানানো হয়েছে, ঈদ-উল-আজহার ছুটির সময় এশিয়ান পেপার মিলস থেকে হালদা নদীতে বর্জ্য ফেলা হয়। এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর গত ১৪ আগস্ট পরিদর্শনে এর সত্যতা পাওয়া যায়। অধিদফতর সূত্রে আরও জানানো হয়, সংস্থার পক্ষে এ কারখানাটিকে আগে বহুবার সতর্ক করা হয়েছে। জরিমানাও করা হয়। কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি। জাতীয় শোক দিবসে আলোচনা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার পলাতক খুনীদের ধরে এনে ফাঁসি কার্যকর এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ঈশ্বরদীর সাপাহারে আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বদিউল হক বুদুর বাসভবনে শুক্রবার বিকেলে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্দুর রহমানের সভাপতিত্বে মহিদুল ইসলাম, আশরাফুজ্জামান উজ্জ্বল, এ এ আজাদ হান্নান, ফিরোজুল ইসলাম জুয়েল ও মাওলানা আক্তারুজ্জামান বাবুলসহ অনেকে সভায় বক্তব্য দেন। বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৮ আগস্ট ॥ বিদ্যুতচালিত সেচপাম্প দিয়ে ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুলাল মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত দুলাল স্থানীয় মৃত শহর আলীর ছেলে ও দুই সন্তানের জনক। জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের দমদমা কালীগঞ্জ এলাকার বর্গাচাষী দুলাল মিয়া একই এলাকায় তার ক্ষেতে পানি দিতে যান। ওই সময় বিদ্যুতচালিত সেচপাম্প চালু করতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আনোয়ারা উপজেলায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। তার নাম আবু তালেব (৬৮)। রবিবার সকালে বহদ্দারপাড়ার তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব উলামিয়ার ছেলে। সকালে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন তিনি। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসার পর দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই জানিয়েছেন, স্থানীয় জামে মসজিদের মোয়াজ্জিন ঈদের ছুটিতে থাকায় রবিবার সকালে ফজরের আজান দিতে গিয়েছিলেন আবু তালেব। আজান দিয়ে তিনি বাড়ি ফেরেন। চা খেয়ে মসজিদে যাচ্ছিলেন নামাজ পড়তে। এ সময় রাস্তায় একটি হাতি তাকে আক্রমণ করে। বন্য হাতিটি তালেবকে শুঁড় দিয়ে ওপরে তুলে আছাড় মারে। এতে তালেব গুরুতর জখম হয় এবং রক্তক্ষরণ ঘটে। পরে চমেক হাসপাতালে চিকিৎসার্থে নেয়ার পর তার মৃত্যু হয়। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ীতে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রঞ্জন চন্দ্র সেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাট সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জন চন্দ্র সেন পার্শ্ববর্তী জেলা লালমনিরহাট উপজেলার বড়বাড়ি ইউনিয়নের গজেন চন্দ্র সেনের ছেলে। এলাকাবাসী জানান, রঞ্জন চন্দ্র সেন মায়ের সঙ্গে ফুফুর বাড়ি উপজেলার বোর্ডের হাট সেনপাড়ায় বেড়াতে আসে। সেখানে খেলাধুলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
×