ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদক মামলায় জামিন মেলেনি অভিযোগকারী নারীর

প্রকাশিত: ০৮:৪২, ১৯ আগস্ট ২০১৯

 মাদক মামলায়  জামিন মেলেনি  অভিযোগকারী  নারীর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার জিআরপি (রেলওয়ে) থানা হাজতে ‘পুলিশের গণধর্ষণের শিকার’ তিন সন্তানের মায়ের (৩০) বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী নারীর বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় আদালত জামিন দেয়নি। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে’ জানা যায়, গত ২ আগস্ট যশোর থেকে ট্রেনে খুলনায় আসার পথে কর্তব্যরত রেলওয়ে পুলিশের সদস্যরা ওই গৃবধূকে মোবাইল চুরির অভিযোগে আটক করে। অবশ্য রেল পুলিশের দাবি, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনের যাত্রী ওই নারীকে ফেনসিডিলসহ আটক করা হয়। ওই নারীর অভিযোগ, থানা হেফাজতে রেখে তাকে নির্যাতন করা হয়। গভীর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি পাঠানসহ ৫ পুলিশ সদস্য তাকে ধর্ষণ করে। পরদিন ৩ আগস্ট তাকে ৫ বোতল ফেনসিডিলসহ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গত ৪ আগস্ট আদালতে জিআরপি থানায় গণধর্ষণের বিষয়টি তুলে ধরেন তিনি। এরপর আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। এদিকে এ ঘটনায় পুলিশের দুটি তদন্ত কমিটি কাজ করছে। ইতোমধ্যে ওই নারীর অভিযোগ অনুযায়ী খুলনা জিআরপি (রেলওয়ে) থানার ওসি ওসমান গনি পাঠানহ দুই পুলিশ সদস্যকে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এছাড়া ওই নারী গত ৯ আগস্ট খুলনা জিআরপি থানায় একটি মামলা করেছেন। খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ২০১৩ সালের ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের’ ১৫ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।
×