ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্দরে দুই এএসআই ক্লোজড

প্রকাশিত: ০৮:৪১, ১৯ আগস্ট ২০১৯

 বন্দরে দুই  এএসআই ক্লোজড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দর থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে। রবিবার দুপুরে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার বিকেলে সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-টু) মোঃ সাজ্জাদ রোমন। বন্দর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, রবিবার দুপুরে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেনকে প্রশাসনিক কারণে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, বন্দরের সাবদি এলাকার নান্নু স্টোর নামে একটি দোকানে অবৈধ মালামাল থাকার খবর পেয়ে পুলিশের সোর্স পরিচয় দেয়া শামীম ওই দোকানে গেলে এলাকাবাসীর সঙ্গে তর্কাতর্কি হয়। পরে এলাকাবাসী শামীমকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে শামীমকে আটক করে থানায় নিয়ে আসে। শামীমের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে রবিবার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রত্যাহার হওয়া দুই এএসআইকে মিথ্যা তথ্য দিয়ে শামীম ওই এলাকায় নিয়ে গিয়েছিল। দুই এএসআই ওই এলাকায় যাওয়ায় তাদের প্রশাসনিক কারণে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বোয়ালখালীতে দুই পুলিশ নিজস্ব সংবাদদাতা বোয়ালখালী, চট্টগ্রাম থেকে জানান, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম। রবিবার প্রত্যাহারকৃত ফাঁড়ির ইনচার্জ মোঃ ছানোয়ার ও কনস্টেবল রাশেদকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
×