ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে দুই চাঁদাবাজ আটক

প্রকাশিত: ০৮:৪০, ১৯ আগস্ট ২০১৯

 রাঙ্গামাটিতে দুই চাঁদাবাজ আটক

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৮ আগস্ট ॥ কাউখালী উপজেলায় চাঁদার টাকাসহ ইউপিডিএফের দুই চাঁদাবাজকে যৌথবাহিনী আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার বেতবুনিয়া চৌধুরীপাড়া গ্রামের ক্যাজাইলা মারমার ছেলে হ্লাগ্যা মারমা (৩৫) ও উপজেলার পুরাতন পোয়াপাড়ার ভালুরাম চাকমার ছেলে প্রশিক্ষণ চাকমা (৩৯)। রবিবার ভোরে পৃথক অভিযানে উপজেলার দুর্গম বটতলী পুরাতন পোয়াপাড়া ও কাশখালী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫১ হাজার ৮০৭ টাকা, বিভিন্ন মডেলের তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানা গেছে, ওই দিন শেষ রাতে ইউপিডিএফ কাশখালী ইউনিটের চাঁদাবাজ হ্লাগ্যা মারমা চাঁদার টাকা নিয়ে অটোরিক্সাযোগে রাঙ্গামাটি যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কাশখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক হ্লাগ্যা মারমা দীর্ঘদিন যাবত ইউপিডিএফ’র কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছে বলে স্বীকার করেছে এবং আটককৃত প্রশিক্ষণ চাকমার বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
×