ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব

প্রকাশিত: ০৮:৩৫, ১৯ আগস্ট ২০১৯

 যশোরে হঠাৎ  ডায়রিয়ার প্রাদুর্ভাব

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে হঠাৎ করে সংক্রামক ব্যাধি ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ৫৬ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার দুপুরে ১৫ সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান। হঠাৎ বৃষ্টি, ভ্যাপসা গরম এবং ঈদে বাড়তি ভারি খাবার খাওয়ার কারণে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিকে, রবিবার সকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হযরত আলী (৫০) হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তিনি সদর উপজেলার বাদিয়াবহু গ্রামের মৃত রমজান আলীর ছেলে। স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মৃত্যু বরণ করেন। রবিবার হাসপাতালের সংক্রমণ ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ওয়ার্ডে পাঁচ রোগীর ধারণ ক্ষমতা থাকলেও রয়েছে ৫৬ জন। ওয়ার্ডের মধ্যে জায়গা দিতে না পেরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের বাইরের করিডরে ও এক্স-রে রুমের সামনে রেখে চিকিৎসাসেবা প্রদান করছেন।
×