ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গণমাধ্যম সত্য সংবাদ দিলে গুজব বন্ধ হবে ॥ আইএসপিআর

প্রকাশিত: ০৮:৩২, ১৯ আগস্ট ২০১৯

 গণমাধ্যম সত্য  সংবাদ দিলে  গুজব বন্ধ  হবে ॥ আইএসপিআর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইএসপিআর-এর পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, আইএসপিআর সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে থাকে। মূল ধারার গণমাধ্যম সঠিক সময়ে সত্য তথ্য প্রকাশ করে দিলে ফেসবুক বা সামাজিক যোগাযোগের যে কোনমাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়ানো বন্ধ হবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জি টু আই মেজর আবু সাঈদ গোলাম মাওলা, আইএসপিআরের সহকারী পরিচালক নুর ইসলাম, তাপসী রাবেয়া প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সমীর বড়ুয়া, শামসুল হক হায়দরি, হাসান আকবর, নিরুপম দাশগুপ্ত, সারোয়ার সুমন, শহীদুল্লাহ শাহরিয়ার, হামিদ উল্লাহ, শিমুল নজরুল, আলমগীর সবুজ প্রমুখ।
×