ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনাপোলে ৪০ হাজার ডলার ও ১৩ লাখ রুপীসহ মহিলা আটক

প্রকাশিত: ০৮:৩১, ১৯ আগস্ট ২০১৯

 বেনাপোলে ৪০ হাজার  ডলার ও ১৩ লাখ  রুপীসহ মহিলা  আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোলে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রাসহ এক নারীকে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আমডাখালি চেকপোস্টে আটক সুরাইয়া বেগম (৫০) নামে ওই নারীর লাগেজ তল্লাশি করে ৪০ হাজার ৪শ’ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপী পাওয়া যায়। সুরাইয়া ঢাকা তুরাগ এলাকার শাহ আলমের স্ত্রী। পাসপোর্টযাত্রী হিসেবে ভারত ভ্রমণ শেষে তিনি দেশ ট্রাভেলসের একটি কোচে ঢাকায় যাচ্ছিলেন। বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই কোচটিতে তল্লাশি চালায়। আটক মহিলার কাছ থেকে জব্দকৃত ডলার এবং ভারতীয় রুপীর মূল্য বাংলাদেশী ৪৯ লাখ ৯৪ হাজার টাকা। তিনি আরও বলেন, আটককৃত সুরাইয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি নিয়মিত ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সৌদি আরবে যাতায়াত করেন। ইতোমধ্যেই তিনি ভারতে প্রায় ১২ বার, মালয়েশিয়ায় ৭-৮ বার, সিঙ্গাপুরে ৬-৭ বার এবং সৌদি আরবে ২-৩ বার যাতায়াত করেছেন। তিনি মূলত স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত। তিনি ভারতে স্বর্ণ পাচার করে পাচারকৃত স্বর্ণের টাকা নিয়ে ফিরছিলেন।
×