ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হিন্দী চলচ্চিত্রে জাকিয়া বারী মম!

প্রকাশিত: ০৮:১৭, ১৯ আগস্ট ২০১৯

 হিন্দী চলচ্চিত্রে জাকিয়া বারী মম!

স্টাফ রিপোর্টার ॥ অভিনয়ে নিজের মেধার যোগ্যতাতেই বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম প্রথমবারের মতো হিন্দী চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। গতকাল থেকে ভুটানের বিভিন্ন লোকেশনে মম হিন্দী ফিচার ফিল্ম ‘ম্যাক্স কী গান’র কাজ শুরু করেছেন। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন ‘ফেইথ পিকচার ইনকর্পোরেশন’র প্রতিষ্ঠাতা ফয়সাল সাইফ এবং সিনেমাটি নির্মাণ করছেন সামীর খান। চলচ্চিত্রে মমকে দেখা যাবে একজন সিবিআই অফিসারের চরিত্রে। এতে মমের সঙ্গে আরও অভিনয় করছেন সোনম মাইকে পিঞ্জর, কভিতা রাধেশ্যাম, নিশাত পান্ডে , অমিতা নানগিয়া, সোনম ম্যাক্স চোকি। ফয়সাল সাইফ জানান, এটি তার প্রতিষ্ঠানের সপ্তম চলচ্চিত্র। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ধন্যবাদ জানাই ম্যাক্স কী গান চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। একটি আন্তর্জাতিক চলচ্চিত্রের টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। এই অভিজ্ঞতা আমার আগামী দিনের পথচলায় নিঃসন্দেহে অনেক কাজে লাগবে। সবচেয়ে বড় কথা এই চলচ্চিত্রে অভিনয়ের আগে আমাকে চূড়ান্ত করার আগে ফয়সাল সাইফ ভাই আমার সম্পর্কে, আমার কাজ সম্পর্কে, আমার অর্জন সম্পর্কে ভালভাবে জেনেই আমাকে নির্বাচিত করেছেন। আমাকে সিবিআই অফিসার চরিত্রটি নিজের মধ্যে ধারণ করার জন্য যথেষ্ট সময় দিয়েছেন। আমি তা নিজের মধ্যে ধারণ করেই কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, বেশ ভালভাবেই কাজ শুরু হলো। অভিনয় জীবনের নতুন আরেক দিগন্তের শুভ সূচনা হলো। দোয়া চাই আমার পরিবারের, আমার অভিনয় পরিবারের সকল সহশিল্পী, পরিচালক, আমার অগণিত ভক্ত’সহ দেশের সবার কাছে যেন আমার চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারি। কারণ আমার দেশের সবার ভালবাসার আমি আজকের মম। তাই সবার কাছে মনের মতো একটি চরিত্রই তুলে ধরতে চাই। কবে আসছেন ঢাকায়? এ প্রসঙ্গে মম বলেন, জীবনের প্রথম হিন্দী ফিচার ফিল্মটা মনোযোগ দিয়ে শেষ করতে চাই।’ গতকাল রাতে আরটিভিতে ঈদে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্বর্ণলতা’ নাটকটিতে মমের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। প্রশংসিত হয়েছে মাবরুর রশীদ বান্নাহ নির্দেশিত ‘আশ্রয়’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে তার অভিনয়। মম তার প্রথম অভিনীত চলচ্চিত্র তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার সর্বশেষ অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে অরুন চৌধুরীর ‘আলতাবানু’ ও রায়হান রাফির ‘দহন’।
×