ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদ-উল-আজহার বিশেষ নাটক ‘নায়ক’

প্রকাশিত: ১২:১৬, ১৮ আগস্ট ২০১৯

ঈদ-উল-আজহার বিশেষ নাটক ‘নায়ক’

সংস্কৃতি ডেস্ক ॥ জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে ঈদের ৭ম দিন আজ রবিবার রাত ১১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘নায়ক’। নাটকটি রচনা করেছেন হাসিব হাসান চৌধুরী ও পরিচালনা করেছেন তপু খান। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এই সময়ে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ‘নায়ক’ নাটকের কাহিনীতে দেখা যাবে অপূর্বর জীবনটা ভালই ছিল। সবাই বলে যে সুখী কেমন করে হতে হয় তা অপূর্বর কাছ থেকে শেখ। কিভাবে অফিস সামলে, বাচ্চা সামলে, বৌকে সময় দিয়ে লাইফটাকে ব্যালান্স করতে হয় তা যেন অপূর্ব সবাইকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতা আসলে এমন না। বাস্তবে অপূর্ব তার লাইফটাকে নিয়ে প্রচ- বোরড। লাইফটা হয়ে গেছে পানশে। এভাবেই একদিন অপূর্বর সামনে সুযোগ আসে একটু এ্যাডভেঞ্চারাস কিছু করার। অফিসের ইয়াং এক কলিগের বার্থডে পার্টিতে গিয়ে পরিচয় হয় তাদের লাইফস্টাইলের সঙ্গে। সে খেয়াল করে সে তো ভালই মজা করতে পারে। বয়সে বড় হলেও অপূর্বকে তারা গ্রহণ করে তাদের একজন হিসেবে। এই ব্যালান্সড লাইফের মাঝখানে নতুন একটা চ্যালেঞ্জ যোগ হয় তার। সেটা হলো এই সিক্রেট লাইফটাকে কেমন করে সবার থেকে হাইড করে রাখা যায়। তবে স্রোতে ভাসতে ভাসতে একসময় অপূর্ব বুঝতে পারে সবকিছুর আসল একটা সময় থাকে। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে একটু বেশি।
×