ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদক প্রতিরোধে জিরো টলারেন্স দেখাতে হবে ॥ শাহরিয়ার আলম

প্রকাশিত: ১১:৪১, ১৮ আগস্ট ২০১৯

মাদক প্রতিরোধে জিরো টলারেন্স দেখাতে হবে ॥ শাহরিয়ার আলম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, মাদক শুধু একটি মানুষকে ধ্বংস করে না। পুরো পরিবার, পুরো সমাজ এমনকি পুরো জাতিকে গ্রাস করে ফেলে। তাই মাদক প্রতিরোধে জিরো টলারেন্স দেখাতে হবে। শনিবার রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহরিয়ার আলম বলেন, যারা মাদক ব্যবসা করে, যারা মাদক সেবন করে তাদের কোনভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। যেখানে যে অবস্থায় আছেন সকলেই মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করুন। যাতে করে ভবিষ্যত প্রজন্ম এর ভয়াবহতার হাত থেকে রক্ষা পায়। মাদক প্রতিরোধে প্রশাসন কঠোর ভূমিকা পালনকালে কোন নেতাকর্মী তদবির করলে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আজকের যুব সমাজকে টিকিয়ে রাখতে হলে মাদকের বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের বর্ণনা তুলে ধরে জনতার উদ্দেশে শাহরিয়ার আলম এমপি আরও বলেন, বর্তমান সরকারের সময় চারঘাট-বাঘা তথা সারাদেশে যে উন্নয়ন হয়েছে তা আজ গোটা বিশ্ব দেখছে। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণেই। চারঘাট-বাঘার যেসব রাস্তা দিয়ে এক সময় গরু-মহিষের গাড়িও চলতে পারেনি আজ সেই সব রাস্তা দিয়ে চলছে নামী দামী যানবাহন। এখনও যেসব এলাকায় কাঁচা রাস্তা রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যেই সেই সব রাস্তা পাকাকরণ করা হবে। উন্নয়ন কাজের উদ্বোধনকালে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক, আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
×