ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাঘের মর্যাদায় কুকুর

প্রকাশিত: ১১:২৬, ১৮ আগস্ট ২০১৯

বাঘের মর্যাদায় কুকুর

রাতারাতি বাঘের মর্যাদা পেতে শুরু করেছে টাইগার নামে এক পাহাড়ি কুকুর। গত বুধবার রাত ১০টায় দার্জিলিং লাগোয়া সোনাদার নয়াগাঁও এলাকায় খাওয়া-দাওয়া সেরে মেয়ে স্মৃতিকে নিয়ে শুয়ে পড়েছিলেন ৫৮ বছরের অরুণা লামা। হঠাৎ মুরগির ঘর থেকে ডাক আর ডানা ঝাপটানোর আওয়াজ আসতে থাকে। একটু এগিয়ে যেতেই অন্ধকারের ভেতর থেকে লাফিয়ে তার ঘাড়ে এসে পড়ল একটি চিতাবাঘ। স্মৃতি ঘরে বসেই মায়ের চিৎকার শুনতে পান। হঠাৎ টাইগার দরজা খুলে সেখানে গিয়ে দেখে চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন অরুণা। এই সময়ে অসম সাহসী সেই পাহাড়ি কুকুর চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘের ওপরে। টাইগারের আচমকা হামলায় চিতাবাঘটা পিছু হটে। টাইগার তখন অনর্গল চেঁচিয়ে গেলে চিতাবাঘটা তার লেজ গুটিয়ে পালিয়ে যায়। টাইগার তখন কিছুদূর পর্যন্ত তাড়া করে যায়। তার পরে চিতাবাঘ ঝোপে লুকোলে টাইগার ফিরে আসে। এরপর অরুণাকে দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়। তার কপালের ডান দিকে বিশটি ও ডান কানে চারটি সেলাই পড়েছে। তবে অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার বন দফতরের অফিসারেরা অরুণাকে হাসপাতালে দেখতে যান। -ওয়েবসাইট
×