ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২২ বছর পর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৬, ১৮ আগস্ট ২০১৯

২২ বছর পর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৭ আগস্ট ॥ শাহজাদপুরে সাথী খাতুন (১৭) নামে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত পলাতক আসামি সিদ্দিকুর রহমানকে ২২বছর পর গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ শুক্রবার রাতে পাবনা জেলার ফরিদপুর থেকে সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে। সে শাহজাদপুর উপজেলার রাউতারা এলাকার আরজান হোসেনের ছেলে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ১৯৯৭ সালের শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের মালেকা খাতুন নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে বাড়ির পার্শ¦বর্তী সিদ্দিকুর রহমান। এ ঘটনায় কিশোরীর মা জাবেদা খাতুন বাদী হয়ে সিদ্দিকুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল। মামলার রায়ে সিদ্দিকুর রহমানকে যাবজ্জীবন কারাদ- প্রদান করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ২২ বছর পলাতক থাকার পর শুক্রবার রাতে পাবনার ফরিদপুর থানার ডেমরা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গফরগাঁওয়ে গার্মেন্টস কর্মকর্তা ১২ দিন ধরে নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১৭ আগস্ট ॥ ১২ দিন ধরে গফরগাঁওয়ের মোস্তাফিজুর রহমান বুলবুল (৩৮) নামের এক গার্মেন্টস কর্মকর্তা নিখোঁজ। গত ৫ আগস্ট ভোরে কর্মস্থল গাজীপুরে যাওয়ার উদ্দেশে গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বাড়ি থেকে বের হন। এর পর থেকে নিখোঁজ রয়েছেন বুলবুল। বুলবুল গাজীপুরের ইস্টাইপ কাফ লিঃ নামে একটি গার্মেন্টসে এক্সিকিউটিভ প্রোডাকশন কর্মকর্তা হিসেবে কর্মরত। তার স্ত্রী পান্না বেগম জানান, বুলবুল ৫ আগস্ট ভোরে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হয়ে যান। এর পর দুপুরে স্বামীর খোঁজ নিতে মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পান। এর পর থেকে সম্ভাব্য স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে বুলবুলের বড় ভাই মজিবর রহমান বাদী হয়ে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান বলেন, নিখোঁজ ব্যক্তির বড় ভাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
×