ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চামড়া আমদানি বাড়ছে দেশে

প্রকাশিত: ০৯:৩০, ১৮ আগস্ট ২০১৯

চামড়া আমদানি বাড়ছে দেশে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ হচ্ছে। সারাবছরের সংগৃহীত সব চামড়া বিক্রিও করতে পারছেন না ব্যবসায়ীরা। কিন্তু দেশীয় চামড়া উদ্বৃত্ত থাকার পরও চামড়াজাত পণ্য প্রস্তুত করার জন্য কাঁচামাল আমদানি করতে হচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলোকে। বিশ্লেষকরা বলছেন, পরিবেশ মানদ-ে পিছিয়ে থাকার কারণে, দেশের চামড়াজাত পণ্য কিনতে অনিহা বিদেশী ব্র্যান্ডগুলোর। সংখ্যার হিসাবে দেশে প্রতিবছর চামড়া সংগ্রহ হয় সোয়া দুই কোটিরও বেশি। যার মধ্যে বড় অংশের যোগান আসে কোরবানির পশু থেকে। ২০১৬-১৭ সালে ১২৩ কোটি ডলার আয় হলেও ২১ কোটি কমে গেল অর্থবছরে তা দাঁড়িয়েছে ১০২ কোটি ডলারে। ট্যানারি মালিকদের তথ্যমতে, এখনও বিক্রি করা যায়নি গেল বছরের ৪০-৪৫ শতাংশ চামড়া। কিন্তু জুতা, ব্যাগসহ বিভিন্ন পণ্য তৈরির জন্য প্রতিষ্ঠানগুলোকে উল্টো চামড়া আমদানি করতে হচ্ছে। ২০১৭-১৮ অর্থবছরে আমদানি করা হয় প্রায় ১০ কোটি ডলারের চামড়া, পরের বছরেই যা ছাড়িয়ে যায় ১১ কোটি। কাঁচাচামড়া নিয়ে দেশের বাজারে এবার যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা এ খাতকে আরও হুমকির মুখে ঠেলে দিবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বছর চামড়ার বাজার অস্থিতিশীল হওয়ার ইঙ্গিত ঈদের আগে থেকেই দিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। তাই উদ্ভূত পরিস্থিতি ঠেকাতে সরকারের আগাম প্রস্তুতি থাকা উচিত ছিল বলে মত তাদের।
×