ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৩ কার্যদিবসে মুন্নু জুট স্টাফলার্সের দাম বেড়েছে ৫৫০ টাকা

প্রকাশিত: ০৯:২২, ১৮ আগস্ট ২০১৯

১৩ কার্যদিবসে মুন্নু জুট স্টাফলার্সের দাম বেড়েছে ৫৫০ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বছর ঘুরে আবারও অস্বাভাবিক হারে বাড়াছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার দাম। শেষ ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে সাড়ে পাঁচ শ’ টাকার ওপরে। এর আগে গত বছরও এ কোম্পানিটির শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েছিল। প্রতিষ্ঠানটির ১০ টাকা দামের শেয়ার গত বছর ৫ হাজার ৬৩৪ টাকা পর্যন্ত উঠেছিল। ২০১৭-১৮ হিসাব বছরে সাড়ে তিন শ’ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার কারণে কোম্পানিটির শেয়ারের এমন অস্বাভাবিক দাম বাড়ে। অবশ্য লভ্যাংশ ঘোষণার কয়েক মাস আগে থেকেই কোম্পানটির শেয়ার দাম টানা বাড়ছিল। সাড়ে তিন শ’ শতাংশ বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বুঝিয়ে দেয়ার পর কোম্পানির শেয়ার দাম ১৩৩০ টাকায় নেমে আসে। এরপর কিছুদিন আবার দাম বাড়লেও চলতি বছরের এপ্রিল থেকে দাম কমতে থাকে। শেয়ার দাম কমতে কমতে ২২ জুলাই ৬৮৬ টাকায় নেমে আসে। এরপর আবারও ইউটার্ন নিয়েছে মুন্নু জুটের শেয়ার দাম। শেষ ১৩ কার্যদিবসে টানা বেড়ে কোম্পানিটির শেয়ার দাম এখন ১২৪৯ টাকায় অবস্থান করছে। এ হিসাবে ১৩ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৫৬৩ টাকা বা ৮২ শতাংশ। অন্যভাবে বললে, ১৩ কার্যদিবসের ব্যবধানে মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার দাম বেড়ে হয়েছে ১ দশমিক ৮২ গুণ। অর্থাৎ একজন বিনিয়োগকারী ২২ জুলাই কোম্পানিটির ১০ লাখ টাকার শেয়ার কিনে ধরে রাখলে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ২০ হাজার টাকায়। সে হিসাবে ১০ লাখ টাকা ১৩ কার্যদিবস খাটিয়েই লাভ পাওয়া যাচ্ছে ৮ লাখ ২০ হাজার টাকা। শেয়ারের এমন দাম বাড়লেও সম্প্রতি কোম্পানিটি কোন মূল্য সংবেদশীল তথ্য প্রকাশ করেনি। বরং গত ২ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকের (২০১৮ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, কোম্পানিটি ২০১৮-১৯ হিসাব বছরের প্রথম ৯ মাসের ব্যবসায় গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি মুনাফা করেছে। ২০১৮-১৯ হিসাব বছরের প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৭০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৯৫ পয়সা। মুনাফা এমন উলম্ফন হলেও সে সময় কোম্পানিটির শেয়ার দাম বাড়েনি, উল্টো টানা কমেছে। ২০১৭-১৮ হিসাব বছরে বড় অঙ্কের লভ্যাংশ দিলেও ১৯৮২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্সের লভ্যাংশের ইতিহাস খুব একটা ভাল না। ২০১৬-১৭ হিসাব বছরে প্রতিষ্ঠানটি শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৫-১৬ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। স্বল্প মূলধনের এ কোম্পানিটির বর্তমান অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ২ কোটি ৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৪২ দশমিক ৯৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে।
×